শ্রীনগর , ৫ এপ্রিল – নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশ রুখে দিল নিরাপত্তা বাহিনী। নিকেশ করা হয়েছে এক জঙ্গিকে। জানা গিয়েছে, শুক্রবার ভোরে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল কয়েকজন জঙ্গি। কিন্তু ভারতীয় সেনা বাহিনীর তৎপরতায় সেই অনুপ্রবেশ আটকানো সম্ভব হয়। এখনও অভিযান চলছে বলে সূত্রের খবর ।
গোপন সূত্রে জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে জঙ্গি গতিবিধির খবর পাওয়া যায় । ভারতীয় সেনা বাহিনী দেখতে পায়, সাবুরা নালার পথ ধরে অনুপ্রবেশের চেষ্টা করছে কয়েকজন জঙ্গি। সেনাবাহিনীকে দেখতে পেয়েই তারা গুলি চালায়। পাল্টা গুলি চালায় সেনা বাহিনীও। শুরু হয় গুলির লড়াই। অতিরিক্ত বাহিনীও আনা হয় আন্তর্জাতিক সীমান্তে। বেগতিক বুঝে সীমান্তের ওপারে পালিয়ে যায় জঙ্গিরা। তবে সেনার গুলিতে মৃত্য়ু হয় এক জঙ্গির। তাঁর পরিচয় এখনও জানা যায়নি।
Advertisement
Advertisement
Advertisement



