গোয়া উপকূলে ভেঙে পড়ল ভারতীয় ফাইটার বিমান, রক্ষা পাইলটের

Written by SNS October 12, 2022 5:01 pm
পানজি, ১২ অক্টোবর– গোয়ার উপকূলের কাছে সমুদ্রে ভেঙে পড়ল নৌ সেনার মিগ ২৯কে ফাইটার বিমান। অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট। ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্তকারীদের বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌ সেনা।

জানা গিয়েছে, বুধবার সকালে গোয়া উপকূলের কাছে সমুদ্রের উপর দিয়ে ঘাঁটিতে ফেরার সময় আচমকাই ফাইটার বিমানটিতে প্রযুক্তগত ত্রুটি ধরা পড়ে । যার জেরে ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা। তবে নিরাপদেই বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন পাইলট। তবে তল্লাশি শুরু হলে উদ্ধারকারী দল ওই পাইলটকে খুঁজে পায়। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর।