দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল মার্কিন বিমান বাহিনীর এফ-১৬সি ফাইটিং ফ্যালকন বিমানটি। যদিও এই দুর্ঘটনায় বিমানচালকের প্রাণহানি হয়নি বলে জানা গিয়েছে।
বিমানবাহিনীর তরফ থেকে দুর্ঘটনাটির বিষয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে ঘটনাটি সম্পর্কে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। বলা হয়েছে যে ঘটনার তদন্ত চলছে। বিমানটি ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে শেষ মুহুর্তে বিমান থেকে বেরিয়ে আসছেন পাইলট। তারপরেই মাটিতে আছড়ে পড়ে বিমানটি এবং তাতে আগুন ধরে যায়।
Advertisement
মার্কিন বিমান বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে বুধবার সকাল ১০.৪৫ মিনিট নাগাদ প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাটি ঘটেছে। সান বার্নার্ডিনো কাউন্টি দমকল জানিয়েছে, বিমানচালক বিমান থেকে বেরিয়ে আসার সময় সামান্য আঘাত পান। জানা গিয়েছে, হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। দমকলের বিবৃতিতে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস থেকে ২৯০ কিলোমিটার দূরে মোহাভে মরুভূমিতে বিমানটি ভেঙে পড়ে। নিকটবর্তী নেলিস বিমানবাহিনী ঘাঁটিতে মাঝেমধ্যে সেনাবাহিনীর অনুশীলন হয়। বিমানবাহিনী তাদের বিমান প্রদর্শনীতে বিখ্যাত টাইট ফর্মেশন প্রদর্শন করে এবং বিমানগুলি একে অপরের থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরত্বে ওড়ার প্রশিক্ষণ দেয়।
Advertisement
Advertisement



