গুজরাতে সন্তানকে খুন, বিট্রেনে ৩৩ বছরের জেল ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে

Written by SNS January 31, 2024 6:24 pm

লন্ডন, ৩১ জানুয়ারি– বিদেশে কোটি কোটি সম্পত্তির পাহাড়৷ যদিও তা সবই নাকি অবৈধ ব্যবসার জেরে তৈরি৷ সঙ্গে রয়েছে সন্তান খুনের মতো জঘন্য অপরাধের অভিযোগও৷ এইসব অপরাধে যুক্ত এমনই এক দম্পত্তিকে ৩৩ বছরের সাজা দিল ব্রিটেনের আদালত৷

জানা গিয়েছে, বছর ৫৯-এর আরতি ধীর ও তার স্বামী কাবলজিৎ সিং রায়জাদা (৩৫) লন্ডনের বাসিন্দা৷ দুজনেই বিমান সংস্থায় চাকরি করত৷ বিমানবন্দর বা বিমানে বিভিন্ন জিনিসপত্র পরিবহণের পদ্ধতি সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান ছিল৷ যা কাজে লাগিয়ে প্রশাসনের নজর এড়িয়ে ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় প্রায় ৭০ কোটি ডলারের মাদক পাচার করেছিল তারা৷ এইভাবেই সম্পত্তির পাহাড় তৈরি করেছিল দুজনে৷

২০২১ সালে সিডনিতে এই দম্পতির থেকে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স প্রায় ৬০০ কোটি মূল্যের কোকেন বাজেয়াপ্ত করে৷ তারপরই অস্ট্রেলিয়ার তরফে ব্রিটেনের অপরাধ দমন সংস্থা এনসিএকে সতর্ক করা হয়৷ তদন্ত শুরু করার পর ওই বছরেই আরতি ও কাবলজিৎকে গ্রেপ্তার করে ব্রিটেনের পুলিশ৷ তারপরই জানা যায় রায়জাদা দম্পত্তি ভারতে তাদের দত্তক সন্তান গোপাল সেজনিকে হত্যায়ও অভিযুক্ত৷ বিমার টাকা হাতানোর জন্য দত্তক ছেলেকে খুন করার অভিযোগ উঠেছিল এই দম্পতির বিরুদ্ধে৷ ২০১৭ সালে গুজরাটে দুই ব্যাক্তি গোপালকে অপহরণের চেষ্টা করেছিল৷ তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন হরসুখ নামে আরেক ব্যক্তি৷ দুজনকেই রাস্তায় ছুরির কোপ মেরে পালায় অপহরণকারীরা৷ পরে মৃতু্য হয় তাদের৷ ২০১৯ সালে ভারতের তরফে অভিযুক্ত দম্পতির প্রত্যর্পণের আবেদন জানানো হয়েছিল৷ কিন্ত্ত ২০২০ সালে তা লন্ডনের হাই কোর্টে খারিজ হয়ে যায়৷