দিল্লি, ১৬ সেপ্টেম্বর— মার্কিন শুল্ক আরোপের পরে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক যথেষ্ট তিক্ত হয়ে ওঠে। এই পরিস্থিতিতে মঙ্গলবার দিল্লিতে প্রথমবারের মতো প্রতিনিধি স্তরে বৈঠক অনুষ্ঠিত হলো। ভারতের পক্ষে বৈঠকে ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল, আর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়ার বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।
এই বৈঠক মূলত শুল্ক, বাণিজ্য চুক্তি এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ভবিষ্যৎ নির্ধারণ নিয়ে আলোচিত হয়। সূত্রের খবর, আলোচনার শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো শুল্ক ইস্যুতে ভারতের দিকেও কড়া মন্তব্য করেন। তিনি বলেন, শুল্ক আরোপের চাপ সামলাতে না পেরে ভারত অবশেষে আলোচনায় বসছে। এর আগে নাভারো ভারতকে ‘শুল্কের মহারাজা’ আখ্যা দিয়েছিলেন।
Advertisement
মার্কিন শুল্ক নীতির কারণে গত কয়েক মাস ধরে বাণিজ্য চুক্তি নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা স্থগিত থাকলেও মঙ্গলবারের বৈঠক নতুন আশার আলো জাগিয়েছে। সূত্রের দাবি, বৈঠকে আমেরিকার তরফ থেকে ভারতের কাছে রাশিয়ার তেল আমদানি কমানোর নির্দেশ, আমদানি নীতি সহজ করার অনুরোধ এবং ইথানল উৎপাদনে সহযোগিতার প্রস্তাব এসেছে। কিন্তু দিল্লি ইতিমধ্যেই স্পষ্ট করেছে, দেশীয় কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজার খোলার বিষয়ে চাপ মানা হবে না।
Advertisement
বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, মঙ্গলবারের বৈঠক দুই দেশের মধ্যে দীর্ঘদিনের শুল্ক জট কাটার পথ খুলতে পারে। তবে এখনো স্পষ্ট নয়, আলোচনায় সব ধরনের দ্বন্দ্ব কেটে যাবে কি না। মোদী এবং ট্রাম্প দু’জনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন, যা বাণিজ্য মহলে আশার সঞ্চার করেছে।
রাজধানীতে এই প্রথম বৈঠক হওয়ায় বাণিজ্য সংক্রান্ত সব জটিলতা মসৃণভাবে সমাধান করতে কতটা সক্ষম হবে, তা এখন দেশের ব্যবসায়িক ও কূটনৈতিক মহলের নজরেই রয়েছে।
Advertisement



