প্রতিরক্ষা ক্ষেত্রে আরও একধাপ এগোল দেশ। শুক্রবার অগ্নি-৪ ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত। ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মিসাইল উৎক্ষেপণ করা হয়। এই মিসাইলটি ভারতের পারমাণবিক প্রতিরোধ কর্মসূচির অংশ।
প্রতিরক্ষা মন্ত্রকে তরফে জানানো হয়েছে, সমস্ত ধাপ সসম্মানে উত্তীর্ণ হয়েছে এই মিসাইলটি। ৪ হাজার কিলোমিটারের মধ্যে যে কোনও লক্ষ্যবস্তুকে চোখের নিমেষে ধ্বংস করে দিতে পারে শক্তিশালী এই মিসাইল। ভারত এই মিসাইলের সফল উৎক্ষেপণ করায় ইতিমধ্যেই চিন্তায় পড়ে গিয়েছে প্রতিবেশী – চিন, পাকিস্তান।
প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মিসাইল উৎক্ষেপণ করা হয়। স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ডের অধীনে এটি উৎক্ষেপণ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে মন্ত্রক।
Advertisement
এর আগে চলতি বছর এপ্রিল মাসে ৪ তারিখ ভারত নিউ জেনারেশন ব্যালিস্টিক মিসাইল অগ্নি-প্রাইমের সফল উৎক্ষেপণ করে। স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ড (এসএফসি), ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) সঙ্গে যৌথভাবে এই মিসাইল উৎক্ষেপণ করেছিল।
Advertisement
ভারতের তৈরি ব্যালিস্টিক মিসাইল হল অগ্নি। এই মিসাইল দূরবর্তী লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারদর্শী। নিউক্লিয়ার ওয়েপন বহনকারী এই মিসাইল সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল।
অগ্নি-৪ ব্যালিস্টিক মিসাইলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ঠ্য হল – এই মিসাইলটি ২০ মিটার দীর্ঘ। প্রায় ১০০০ কেজির পেলোড নিতে সক্ষম এই ব্যালিস্টিক মিসাইল। যেহেতু ওজন কম তাই এটির একস্থান থেকে অন্যস্থানে সহজে নিয়ে যাওয়া সম্ভব। রোড মোবাইল লঞ্চার থেকে সহজেই এটি নিক্ষেপ করা যায়।
Advertisement



