ভারতের প্রতিরক্ষা গবেষণায় আরও এক ধাপ এগোলো ভারত। বুধবার ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হলো মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইআরবিএম) ‘অগ্নি–৫’।
প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎক্ষেপণটি সম্পূর্ণ সফল হয়েছে এবং ক্ষেপণাস্ত্রের সমস্ত কারিগরি ও কার্যক্ষমতার মানদণ্ড যাচাই করা সম্ভব হয়েছে। এই উৎক্ষেপণটি কৌশলগত বাহিনী কমান্ডের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
Advertisement
জানা গিয়েছে, তিন ধাপবিশিষ্ট সলিড-ফুয়েল ইঞ্জিন–সমৃদ্ধ এই ক্ষেপণাস্ত্র ৫,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে শত্রুর লক্ষ্যবস্তু ভেদ করতে পারে এবং প্রায় নির্ভুল আঘাত হানতে সক্ষম।
Advertisement
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই সফল উৎক্ষেপণ ভারতের ঘোষিত প্রতিরক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নীতি অনুযায়ী, ভারত ‘বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ’ বজায় রাখবে এবং ‘প্রথমে আক্রমণ নয়’ নীতিতে অবিচল থাকবে। এই উৎক্ষেপণের মাধ্যমে ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতা আরও দৃঢ় হলো বলে মনে করা হচ্ছে।
Advertisement



