দিল্লি, ১৬ জুলাই – যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। ২০ কোটি টাকার সাহায্য পাঠানো হল রাষ্ট্রসংঘের ত্রাণ তহবিলে। ভারতের তরফে চলতি অর্থবর্ষে মোট ৪১ কোটি টাকা প্যালেস্টাইনবাসীদের জন্য দেওয়ার পরিকল্পনা ছিল। সেই অনুদানের প্রথম অংশ পাঠানো হল মঙ্গলবার।