• facebook
  • twitter
Friday, 11 October, 2024

প্রতিরক্ষা রফতানিতে এগিয়ে রয়েছে ভারত: রাজনাথ

স্টকহোম ইন্টারন্যাশানাল পিস রিসার্চ ইন্সটিটিউট ২০২০'র রিপোর্ট অনুসারে, প্রতিরক্ষা সামগ্রী রফতানিতে সক্ষম দেশগুলির তালিকায় ভারত রয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Photo: PIB)

প্রতিরক্ষা সামগ্রী রফতানিতেও এগিয়ে ভারত, আজ এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, প্রতিরক্ষা রফতানির অর্থ দেশের দক্ষতা, সক্ষমতা ও মান বৃদ্ধি।

স্টকহোম ইন্টারন্যাশানাল পিস রিসার্চ ইন্সটিটিউট ২০২০’র রিপোর্ট অনুসারে, প্রতিরক্ষা সামগ্রী রফতানিতে সক্ষম দেশগুলির তালিকায় ভারত রয়েছে।

উল্লেখ্য, তালিকার শীর্ষে থাকা ২৫ টি দেশের মধ্যে ভারতের নাম রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, স্টকহোম ইন্টারন্যাশানাল পিস রিসার্চ ইন্সটিটিউট ২০২০’র রিপোর্ট অনুসারে এই প্রথম বার ভারত প্রতিরক্ষা সামগ্রী রফতানিতে দেশগুলোর সক্ষম তালিকার শীর্ষ ২৫ টি দেশের মধ্যে ভারত রয়েছে।

প্রতিরক্ষা রফতানির অর্থ দেশের দক্ষতা, সক্ষমতা ও মান সালে ৩৫,০০০ বৃদ্ধি। ২০২৪-২৫ কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী রফতানি করার লক্ষ্য গ্রহণ করা হয়েছে’।