• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করল ভারত

পাক সেনা বাহিনীর আক্রমণ প্রতিহত করতে ভারত ইন্টিগ্রেটেড কাউন্টার গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেমকে কাজে লাগিয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার ১৫দিন প্রত্যাঘাত করল ভারত। মঙ্গলবার গভীর রাতে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মৃত্যু হয়েছে বহু জঙ্গির। এমনটাই দাবি ভারতীয় সেনাবাহিনীর। আর সেই প্রত্যাঘাতের বদলা নিতেই ফের হামলা চালায় পাক সেনাবাহিনী। তবে বুধবার গভীর রাতে পাকিস্তানের সেই হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারত। পাকিস্তানের কয়েকটি জায়গার ‘এয়ার ডিফেন্স রেডার সিস্টেম’ ধ্বংস করে দিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক বৃহস্পতিবার বিবৃতি জারি করে বিষয়টি জানিয়ে দিয়েছে। মাঝ আকাশেই পাকিস্তানের সব ক’টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে ভারতীয় বিমানবাহিনীর এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম।  এই কাজে পাঠানো হয়েছিল ‘হারপি’ ড্রোন। অত্যাধুনিক এই নিরাপত্তা ব্যবস্থাটি রাশিয়াতেই তৈরি। এর পোশাকি নাম ‘সুদর্শন চক্র’।

জানা গিয়েছে, ভারতের ১৫টি সেনা ছাউনিকে টার্গেট করে পাক সেনাবাহিনী। পাক হানাদার বাহিনীর টার্গেট ছিল ভারতের অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপূরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফলোরি, উত্তরলই, ভুজ শহর। হামলা চালাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা। কিন্তু পাক সেনা বাহিনীর আক্রমণ প্রতিহত করতে ভারত ইন্টিগ্রেটেড কাউন্টার গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেমকে কাজে লাগিয়েছে। পাক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে ভারতের এস-৪০০ ড্রোন।

Advertisement

সরকারি সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে ভারতের কয়েকটি সেনাছাউনিতে ড্রোন ও মিসাইল হামলার ছক কষেছিল পাকিস্তান। তার মধ্যে রয়েছে শ্রীনগর, পঠানকোট, অমৃতসর, লুধিয়ানা এবং চণ্ডীগড়। কিন্তু পাক সেনার সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে ভারত। বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনাও পাকিস্তানের এই হামলার জবাব দিয়েছে। তাতে লাহৌর সহ পাকিস্তানের একাধিক জায়গায় এয়ার ডিফেন্স রেডার সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে। এ কাজে ‘ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড’ সিস্টেম ব্যবহার করেছে ভারত।

Advertisement

এদিকে সাম্প্রতিক খবরে প্রকাশ, ভারত ৪০০ কেজি ওজনের ক্ষেপণাস্ত্র ড্রোন তৈরি করেছে যা ১,০৫০ কিমি/ঘন্টা বেগে চলতে পারে। ভারতের এই সাফল্য চীন ও পাকিস্তানের পক্ষে খুবই বিপজ্জনক। প্রায় ৪০০ কেজি ওজনের এই ড্রোনটির মধ্যে ১৫০ কেজি টার্বোজেট ইঞ্জিনও রয়েছে – ০.৮৫ ম্যাক (প্রায় ১,০৫০ কিমি/ঘন্টা) গতিতে ছুটতে পারে এবং ২৯৭ কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

Advertisement