• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাহুলকে প্রধানমন্ত্রী প্রার্থী করা নিয়ে দ্বিধায় ‘ইন্ডিয়া’

২০২৯ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব।

রাহুল গান্ধী।

২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ফের একবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বিহারের বিরোধী দলনেতা তথা আরজেডি নেতা তেজস্বী যাদব সরাসরি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নাম প্রস্তাব করে জানান, ‘আমাদের মহাজোটকে সরকারে আনুন, আমরা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করব।’ শনিবার বিহারে ‘ভোট অধিকার যাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।

তেজস্বীর এই ঘোষণাকে সমর্থন জানালেও, কংগ্রেস-সহ ‘ইন্ডিয়া’ জোটের অধিকাংশ শরিকদল এখনও স্পষ্টভাবে রাহুলের নামকে সমর্থন করেনি। জোটের মধ্যে আলোচনা ছাড়াই এমন মন্তব্য বিরোধী জোটের ভেতরে মতবিরোধ তৈরি করতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Advertisement

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী রবিবার বলেন, ‘আমরা এখন মূলত ভোট চুরি রুখতেই লড়াই করছি। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা রয়েছে, আমরা আদর্শগতভাবে একসঙ্গে। কিন্তু এখনই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।’

Advertisement

কংগ্রেসও স্পষ্টভাবে জানিয়েছে, বিহারে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা ঠিক হবে নির্বাচনের ফলাফল প্রকাশের পর। ফলে অনেকের মতে, তেজস্বীর এই বক্তব্য মূলত বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই কংগ্রেসের সমর্থন নিশ্চিত করতে কৌশলগতভাবে রাহুলের নাম তুলে ধরেছেন।

তবে রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর নেতৃত্বে পরাজয়ের অভিজ্ঞতা থাকায়, বিরোধী জোটের সব শরিকদল রাহুলকে সামনে রেখে লড়াই করতে আগ্রহী নয়। ইতিপূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খাড়গে, এমনকি নীতীশ কুমারকেও প্রধানমন্ত্রী পদপ্রার্থীর তালিকায় দেখা গিয়েছিল। সেই তুলনায় রাহুল গান্ধীর নাম ‘ভোট টানার মুখ’ হিসেবে কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

তবে তেজস্বী যাদবের মতে, বর্তমান সময়ের প্রেক্ষিতে দেশে পরিবর্তনের নেতৃত্ব দিতে পারেন একমাত্র রাহুল গান্ধীই। যুবসমাজ ও প্রান্তিক জনগোষ্ঠী তাঁর পাশে থাকবে বলেও আশাবাদী তিনি। তেজস্বীর কথায়, ‘মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের একসঙ্গে লড়াই করতেই হবে। আর সেই লড়াইয়ে রাহুল গান্ধীই সবচেয়ে যোগ্য নেতা।’

‘ইন্ডিয়া’ জোটের পক্ষ থেকে এখনই প্রধানমন্ত্রী মুখ ঘোষণা না করলেও, রাজনৈতিক মহল মনে করছে, ২০২৯ লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে প্রতিটি দলের অভ্যন্তরীণ সমীকরণ, আঞ্চলিক অবস্থান ও ভোটের ফলাফলের উপর ভিত্তি করেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement