• facebook
  • twitter
Wednesday, 20 August, 2025

‘বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত’, দাবি নীতি আয়োগের সিইও-র

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। এমনটাই দাবি করলেন নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম।

‘জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ।’ এমনটাই দাবি করলেন নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম। তিনি বলেন, ‘আমরা এখন চতুর্থ স্থানে। আমাদের উপরে শুধু আমেরিকা, চিন আর জার্মানি। সঠিক পথে চললে আগামী আড়াই-তিন বছরের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছে যেতে পারি।’

শনিবার নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিল বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে সুব্রহ্ম্যণম বলেন, ‘সামগ্রিক ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবেশ ভারতের পক্ষেই রয়েছে। আমরা এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আমাদের অর্থনীতি ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের। অর্থনীতির নিরিখে আমেরিকা, চিন এবং জার্মানি ভারতের থেকে বৃহৎ। আমরা যা পরিকল্পনা করেছি, তাতে যদি আমরা স্থির থাকতে পারি, তাহলে আড়াই থেকে তিন বছরের মধ্যে আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব।’

এই সাফল্যের পিছনে দেশে চালু হওয়া বিভিন্ন আর্থিক সংস্কার যেমন কাজ করেছে, তেমনই আন্তর্জাতিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিও ভারতের পক্ষে গিয়েছে বলে জানান তিনি। বিশ্ব বাজারে নিজেদের জায়গা আরও শক্ত করতে ‘মেক ইন ইন্ডিয়া’-র মতো প্রকল্পের মাধ্যমে সরকার বড় পদক্ষেপ করেছে। সেই প্রকল্পও অর্থনীতির এই অভূতপূর্ব উন্নতির পিছনে রয়েছে বলে দাবি অর্থনীতিবিদদের

আমেরিকার শুল্কনীতি নিয়ে সুব্রহ্মণ্যম বলেন, ‘আমেরিকার ভবিষ্যৎ শুল্কনীতি কী হবে, তা পরিষ্কার নয়। তবে ভারত এখনও সস্তায় উৎপাদনের দারুণ একটা জায়গা। সেই জায়গাটা ভারত ধরে রাখবে।’ তিনি জানিয়েছেন, আগস্টে দ্বিতীয় দফার সম্পত্তি বিক্রির কর্মসূচি শুরু করতে চলেছে সরকার, যার মাধ্যমে কিছু সরকারি সম্পত্তি বেসরকারি হাতে তুলে দিয়ে রাজস্ব আদায় বাড়ানো হবে।

News Hub