• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আজ রাহুলের নৈশভোজে ‘ইন্ডিয়া’ জোট

সে জোটের অন্যতম প্রধান মুখ ছিলেন বাংলার মুখ্যমন্ত্রীও। বিহার-বাংলা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই রাজনৈতিক ভোজসভা বিশেষ তাৎপর্যপূর্ণ।

প্রতিনিধিত্বমূলক চিত্র

লোকসভা নির্বাচনের পর বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রথম ঐক্যবদ্ধ চাঁদের হাট দেখা যাবে আজ অর্থাৎ বৃহস্পতিবার, রাহুল গান্ধীর ডাকা নৈশভোজে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তথা কংগ্রেসের সঙ্গে নানা ইস্যুতে বিভিন্ন সময়ে তৃণমূলের দূরত্ব বাড়লেও এনডিএ ‘বিরোধী’ হিসাবে তারা বরাবরই ঐক্যবদ্ধ। সুতরাং, নৈশভোজে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কেউ না কেউ যে উপস্থিত থাকবেন, তা আর বলার অপেক্ষা রাখে না। তৃণমূল প্রতিনিধি হিসাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় দলীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকার সম্ভাবনা প্রবল। প্রসঙ্গত, ২০২৩ সালে ‘মোদী হটাও, দেশ বাঁচাও’-এর ডাক দিয়ে জোট বেঁধেছিল দেশের প্রধান বিরোধী দলগুলি। সে জোটের অন্যতম প্রধান মুখ ছিলেন বাংলার মুখ্যমন্ত্রীও। বিহার-বাংলা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই রাজনৈতিক ভোজসভা বিশেষ তাৎপর্যপূর্ণ।

সংসদের বাদল অধিবেশন প্রায় শেষের মুখে। এর মধ্যেই এসআইআর-ইস্যুতে উত্তাল জাতীয় রাজনীতি। সুতরাং, ‘ইন্ডিয়া’র এই ঘরোয়া বৈঠকে সর্বাধিক গুরুত্ব পাবে এসআইআর প্রসঙ্গ যার উপর ভিত্তি করেই বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষাধিক ভোটারের নাম। সূত্রের খবর, রাহুলের এই নৈশভোজে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে। উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবমতো এসআইআর প্রত্যাহারের দাবিতে শুক্রবার ‘ইন্ডিয়া’র জাতীয় নির্বাচন কমিশন দফতর ঘেরাও অভিযানের পরিকল্পনা ছিল। তবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সাংসদ শিবু সোরেনের প্রয়াণে সেই পরিকল্পনা আপাতত পিছিয়ে গিয়েছে। তবে নৈশভোজ এবং ঘরোয়া বৈঠক নির্ধারিত সূচি অনুযায়ীই হচ্ছে।

Advertisement

Advertisement

Advertisement