• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বৃষ্টিতে ভাসছে হায়দরাবাদ, ভাসছে গাড়ি ও মানুষ

প্রবল বর্ষণে বানভাসি হায়দরাবাদ।ঘরবাড়ি থেকে রেস্তরা সর্বত্র জল ঢুকে চিড়েচ্যাপ্টা অবস্থা শহরের মানুষজনের।জলে ভেসে যাওয়া দুই ব্যক্তি নিখোঁজ।

বৃষ্টিতে ভাসছে হায়দরাবাদ (Photo:SNS)

প্রবল বর্ষণে বানভাসি হায়দরাবাদ। ঘরবাড়ি থেকে রেস্তরা সর্বত্র জল ঢুকে চিড়েচ্যাপ্টা অবস্থা শহরের মানুষজনের। জলের তোড়ে ভেসে যাওয়া দুই ব্যক্তি নিখোঁজ বলে জানা যাচ্ছে। তাঁদের খোঁজ চলছে।

শুক্রবার সন্ধ্যায় হায়দরাবাদ জুড়ে প্রবল বৃষ্টি হয়। রাত সাড়ে ৮ টা থেকে ১১ টা পর্যন্ত আড়াই ঘণ্টার বৃষ্টিতে জল জমে যায় শহরের নীচু এলাকার বহু জায়গায়। সংবাদ সংস্থা এএনআইয়ের ট্যুইট করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে শহরের একটি রেস্তরাঁর ভিতর জল ঢুকে গিয়েছে।

Advertisement

জমা জলের মধ্যেই বসে রয়েছেন ক্রেতারা। কোনও কোনও অঞ্চলে জলের তোড়ে গাড়ি ভেসে যাওয়ার ছবিও ধরা পড়ছে। সেপ্টেম্বরেও এই একই অবস্থা হয়েছিল শহরের। অক্টোবরেও সেই ছবিই ফিরে এল।

Advertisement

Advertisement