• facebook
  • twitter
Sunday, 13 October, 2024

পরকীয়া সন্দেহে স্ত্রীর মুন্ডু কাটল স্বামী

হায়দরাবাদ, ১৭ জানুয়ারি– বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে ছুরি মেরে খুন করেই ক্ষান্ত হলেন না স্বামী৷ পরে তার মুণ্ডচ্ছেদও করলেন৷ হায়দরাবাদের বছর ৪১ এর এক অটো চালকের এহেন কাজে বাকরূদ্ধ গোটা এলাকা৷ অভিযুক্ত ওই ব্যক্তির নাম বিজয়৷ তাঁর স্ত্রীর নাম পুষ্পলতা৷ ১৫ বছরের দাম্পত্য জীবন৷ দুই সন্তানও রয়েছে তাঁদের৷ পেশায় অটো চালক বিজয়ের সন্দেহ ছিল

হায়দরাবাদ, ১৭ জানুয়ারি– বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে ছুরি মেরে খুন করেই ক্ষান্ত হলেন না স্বামী৷ পরে তার মুণ্ডচ্ছেদও করলেন৷ হায়দরাবাদের বছর ৪১ এর এক অটো চালকের এহেন কাজে বাকরূদ্ধ গোটা এলাকা৷
অভিযুক্ত ওই ব্যক্তির নাম বিজয়৷ তাঁর স্ত্রীর নাম পুষ্পলতা৷ ১৫ বছরের দাম্পত্য জীবন৷ দুই সন্তানও রয়েছে তাঁদের৷ পেশায় অটো চালক বিজয়ের সন্দেহ ছিল স্ত্রীর প্রতি৷ প্রাথমিক তদন্তে নেমে এমনটাই ধারণা পুলিশের৷ অভিযোগ, ঘটনার দিন স্ত্রীকে নিয়ে তাঁর বোনের নতুন দুই কামরার সরকারি ফ্ল্যাটে যান বিজয়৷ আর তার পরই তিনি স্ত্রীর দিকে ছুরি হাতে এগিয়ে আসেন৷ এর পরই স্ত্রীকে খুন করেন তিনি৷ কেটে দেন মাথাও৷ পরে সেখান থেকে পালিয়ে যান৷  জানা গিয়েছে এর আগে ২০১৪ সালে তিনি পুষ্পলতাকে খুনের চেষ্টা করেছিলেন৷ সেই সময় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন পুষ্পলতা৷