• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রায়পুরে গাড়িভর্তি ৫০০ টাকার বান্ডিল, উদ্ধার ৬.৬ কোটি টাকা

শনিবার কুমহারী টোল প্লাজার কাছে তল্লাশির সময় দু’টি এসইউভি থেকে উদ্ধার হল ৫০০ টাকার নোটে মোট ৬ কোটি ৬০ লক্ষ টাকা।

ছত্তিশগড়ের রায়পুরে পুলিশের তৎপরতায় বাজেয়াপ্ত হল গাড়িভর্তি বিপুল অঙ্কের নগদ টাকা। শনিবার কুমহারী টোল প্লাজার কাছে তল্লাশির সময় দু’টি এসইউভি থেকে উদ্ধার হয় ৫০০ টাকার নোটে মোট ৬ কোটি ৬০ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের নম্বর প্লেট লাগানো গাড়ি দু’টি ছত্তিশগড় হয়ে গুজরাতের সুরাতের দিকে যাচ্ছিল। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়ার পরই একটি বিশেষ দল কুমহারী টোল প্লাজার কাছে নাকা তল্লাশি শুরু করে। তল্লাশির সময় প্রথমে একটি এসইউভিকে থামিয়ে তার আসনের নীচ থেকে উদ্ধার হয় ৫০০ টাকার নোটের প্রচুর বান্ডিল। গাড়িটিতে ছিল মহারাষ্ট্রের নম্বর প্লেট। পুলিশি তৎপরতা দেখে পালানোর চেষ্টা করে আরেকটি গাড়ি। তবে দ্রুত ধাওয়া করে সেটিকেও আটকাতে সক্ষম হয় পুলিশ। ওই গাড়ি থেকেও উদ্ধার হয় প্রচুর পরিমাণে নগদ টাকা।

Advertisement

পুলিশ জানিয়েছে, প্রথম গাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩ কোটি ৬০ লক্ষ টাকা, আর দ্বিতীয় গাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩ কোটি টাকা। মোট চার জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, টাকাগুলি রায়পুর থেকে সুরাতে নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও এই বিপুল অঙ্কের নগদ অর্থের প্রকৃত উৎস ও উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Advertisement

ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই পুরো বিষয়টি আয়কর দপ্তরের হাতে তুলে দিয়েছে ছত্তিশগড় পুলিশ। আপাতত বাজেয়াপ্ত টাকার উৎস এবং তা কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল, তা জানতে জোরদার তদন্ত চলছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘আমরা আয়কর দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে তদন্ত চালাচ্ছি। প্রয়োজন হলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর সহায়তাও নেওয়া হতে পারে।’ এই ঘটনায় বেআইনি আর্থিক লেনদেন বা কর ফাঁকির কোনও চক্র জড়িত কি না, তা জানার চেষ্টা চলছে।

Advertisement