• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অ্যাকাউন্ট থেকে উধাও আড়াই লক্ষ টাকা, ধৃত এক

ব্যাঙ্কের প্রতিনিধি পরিচয় দিয়ে আড়াই লক্ষ টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে ঝাড়খণ্ড থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতীকী চিত্র।

ব্যাঙ্কের প্রতিনিধি পরিচয় দিয়ে আড়াই লক্ষ টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে ঝাড়খণ্ড থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারিত বৃদ্ধ জানিয়েছেন, ব্যাঙ্কের প্রতিনিধি পরিচয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করেছিলেন। ফোনে তাঁর মায়ের নাম, জন্ম সাল সহ ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস জানতে চান ওই ব্যক্তি। সেই তথ্য দিতেই বৃদ্ধের অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষের বেশি টাকা তুলে নেওয়া হয়।

প্রতারিত বৃদ্ধের নাম উত্তমকুমার দত্ত (৬৭)। তিনি কৈখালির বাসিন্দা। তাঁর অভিযোগ, ফোনের মাধ্যমে তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাঁর অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৬৭ হাজার ৯৯৯ টাকা তুলে নেওয়া হয়েছে। শনিবার এয়ারপোর্ট থানায় প্রতারণা বিষয়টি জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের প্রেক্ষিতে ঝাড়খণ্ড থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

Advertisement

Advertisement