এযাবৎকালের সমস্ত রেকর্ড ভেঙে বিশ্বসেরা ‘হীরামাণ্ডি’

Written by SNS May 9, 2024 4:20 pm

মুম্বই, ৯ মে– বিতর্ক সত্ত্বেও ওটিটির ময়দানে ‘হীরামাণ্ডি’র রথ কিন্ত্ত অপ্রতিরোধ্য৷ মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই নয়া রেকর্ড গডে় নিন্দুকের মুখে ঝামা ঘষে ফেলল ‘হীরামন্ডি’৷
সঞ্জয় লীলা বনশালির ‘হীরামাণ্ডি’ নিয়ে চর্চার অন্ত নেই৷ বিতর্কও তৈরি হয়েছে সিরিজের কাস্টিং, প্রেক্ষাপট নিয়ে৷ ‘লাহোর বলে লখনউ দেখালেন, কোনও রিসার্চ নেই!’ বলে যখন ক্ষোভে ফুঁসছে পাকিস্তান, তখন নিজের দেশেও সিরিজ মেকিং নিয়ে প্রতিপদে চর্চার মুখে পড়তে হচ্ছে বলিপাড়ার ‘পারফেকশনিস্ট’ প্রযোজক-পরিচালককে৷ কারও দাবি, ঐতিহাসিক তথ্যে ভুলচুখ করেছেন বনশালি৷ তো কেউ বা আবার কাস্টিংয়ের জন্য স্বজনপোষণের অভিযোগ তুলেছেন৷ এমনকী সিরিজের সংলাপে ব্যবহূত উর্দু নিয়েও আপত্তি তুলেছেন দর্শকদের একাংশ৷ কিন্ত্ত এত
গোটা বিশ্বে এখনও পর্যন্ত সবথেকে বেশিসংখ্যক দর্শক টানা ভারতীয় সিরিজের খেতাব পেল বনশালির ওটিটি ম্যাগনাম অপাস৷ ৪৩টি দেশের নীরিখে সেরা দশে নাম তুলে ফেলেছে ‘হীরামাণ্ডি’৷ বুধবার সন্ধেয় সিনেবাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ইনস্টা পোস্টে জানান, সঞ্জয় লীলা বনশালির ডেবিউ ওয়েব সিরিজ ‘হীরামাণ্ডি’ এযাবৎকালের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে৷ বিশ্বব্যাপী সবথেকে বেশি দেখা ভারতীয় সিরিজের শীর্ষস্থান অধিকার করেছে৷ মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দরি, শেখর সুমন, অধ্যয়ন সুমন, ফারদিন খানের মতো তাবড় কাস্টিং নিয়ে তৈরি ‘হীরামাণ্ডি’৷