• facebook
  • twitter
Tuesday, 12 August, 2025

প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি অসমে, ভূমি ধসে মৃত ৫

গত ২৪ ঘণ্টায় টানা বৃষ্টির জেরে যে ছয় জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার মধ্যে রয়েছে কামরূপ মেট্রোপলিটন, কামরূপ, কাছাড়, ধেমাজি, লখিমপুর এবং গোলাঘাট জেলা।

বন্যা কবলিত অসম।

ফি-বছরের ন্যায় এবারও বৃষ্টিতে বিপর্যস্ত অসম। রাজ্যের ছয় জেলায় বন্যা পরিস্থিতি। কামরূপে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের। প্রবল জলের চাপে ধস নেমেছে বেশ কয়েকটি জায়গায়, যার জেরে বিপর্যয় আরও বেড়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। এই পরিস্থিতিতে এখনও অবধি ১০ হাজারেরও বেশি মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। তাঁদেরকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর এই তথ্য দিয়েছে।

জানা গিয়েছে, অরুণাচল প্রদেশ ও মেঘালয় রাজ্যে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তার জেরে প্রভাব পড়েছে প্রতিবেশী রাজ্য অসমে। বিশেষ করে গুয়াহাটিতে সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির জেরে শহরের প্রায় অর্ধেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগের জেরে শনিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কামরূপ মেট্রোপলিটন ও কামরূপে সমস্ত সরকারি কর্মীর ছুটি বাতিল করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় টানা বৃষ্টির জেরে যে ছয় জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার মধ্যে রয়েছে কামরূপ মেট্রোপলিটন, কামরূপ, কাছাড়, ধেমাজি, লখিমপুর এবং গোলাঘাট জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে চিরাং, বাক্সা, বরপেটা, বঙ্গাইগাঁও, বাজালি, তামুলপুর, দারাং এবং উদলগুড়িতে। এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গত শুক্রবারই তিনি জানিয়েছেন, প্রবল বৃষ্টির কারণে রাজ্যের ১৮টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে প্লাবিত অসমের বহু এলাকা। বৃষ্টির সঙ্গে প্রবল বেগে বয়ে চলেছে ঝোড়ো হাওয়া। অসম বিপর্যয় মোকাবিলা দপ্তর এব্যাপারে জানিয়েছে, গুয়াহাটির পাহাড়ি এলাকার তিন জায়গায় ধস নেমেছে। বৃষ্টির জেরে ব্যাহত হচ্ছে বিমান পরিষেবা। গুয়াহাটিগামী অনেক বিমান আগরতলা ও কলকাতার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যদিও আবহাওয়া দপ্তরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে, রবিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।