• facebook
  • twitter
Sunday, 15 September, 2024

ভয়ঙ্কর তাপপ্রবাহের সংকর্ততা আবহাওয়া দফতরের

দিল্লি, ২ এপ্রিল– ভারত এমনিতে নাশিতোষ্ণ দেশ৷ না শীত না গরম৷ কিন্তু বেশ কিছু বছর ধরে এই ধরন পাল্টে ভারত এখন উষ্ণ প্রবাহের দেশে নাম লিখিয়েছে৷ বছরের বেশিরভাগ সময়ই এখন গরম৷ আবহাওয়ার খামখেয়ালিতে চৈত্র না ফুরোতেই বসন্ত শেষ৷ এপ্রিলের প্রথম দিনে চাঁদিফাটা গরমে নাভিশ্বাস উঠছে৷ এখনই রাজ্যজুডে় ঊর্ধ্বমুখী পারদ৷ এর মধ্যেই আবহাওয়া বিজ্ঞানীদের বার্তা, আসন্ন

দিল্লি, ২ এপ্রিল– ভারত এমনিতে নাশিতোষ্ণ দেশ৷ না শীত না গরম৷ কিন্তু বেশ কিছু বছর ধরে এই ধরন পাল্টে ভারত এখন উষ্ণ প্রবাহের দেশে নাম লিখিয়েছে৷ বছরের বেশিরভাগ সময়ই এখন গরম৷ আবহাওয়ার খামখেয়ালিতে চৈত্র না ফুরোতেই বসন্ত শেষ৷ এপ্রিলের প্রথম দিনে চাঁদিফাটা গরমে নাভিশ্বাস উঠছে৷ এখনই রাজ্যজুডে় ঊর্ধ্বমুখী পারদ৷ এর মধ্যেই আবহাওয়া বিজ্ঞানীদের বার্তা, আসন্ন গ্রীষ্মে দিনের বেলা ঘরের বাইরে পা দেওয়া কঠিন হবে৷ একটানা তাপপ্রবাহ চলবে বহু রাজ্যে৷ অবস্থা এতটাই বেগতিক হবে যে গরমে ত্রাহিমান রব উঠবে গোটা দেশ জুড়ে৷
সোমবার মৌসম ভবনের তরফে ডিরেক্টর জেনারেল মৃতু্যঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এপ্রিল-জুন মাসে দেশের অধিকাংশ অঞ্চলে মাত্রাতিরিক্ত গরম পড়বে৷ বুধবার থেকেই পশ্চিমের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস৷ সবচেয়ে খারাপ পরিস্থিতি হতে পারে মধ্য ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে৷ শুধুমাত্র হিমালয় ঘেঁষা কিছু এলাকা ও উত্তর-পূর্বে ওডি়শার বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক বা তার চেয়ে কম থাকার সম্ভাবনা৷ আগামী দুই মাসে একটানা ১০ থেকে ২০ দিন অবধি তাপপ্রবাহ চলবে দেশের বিভিন্ন প্রান্তের রাজ্যগুলিতে৷
তবে তাপপ্রবাহের দিকে তারতম্য থাকবে নানান রাজ্য জুড়ে৷ এপ্রিলে তাপপ্রবাহের প্রভাব সবথেকে বেশি পড়বে গুজরাত, মধ্য মহারাষ্ট্র, উত্তর কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওডি়শা, উত্তর ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশে৷ মৃতু্যঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, সাধারণত এই রাজ্যগুলিতে একটানা এক থেকে তিনদিন চলে তাপপ্রবাহ৷ কিন্ত্ত এবার দুই থেকে আট দিন অবধি চলতে পারে৷ উল্লেখ্য, আশঙ্কাজনক রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ না থাকলেও ইতিমধ্যে পুড়ছে দক্ষিণবঙ্গ৷ সোমবার পানাগডে়র সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস৷ মেদিনীপুর ও বাঁকুড়ার পারদ পৌঁছেছে ৪০ ডিগ্রিতে৷ আলিপুরের তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি৷