হাথরাস কাণ্ডের চার্জশিট দেখে ন্যায়ের আশায় গােটা পরিবার 

হাথরাস মামলার চার্জশিটে চার অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের অভিযােগ ছাড়াও তপশীলি জাতি-উপজাতির প্রতি নৃশংসতা প্রতিরােধক আইনেও অভিযােগ আনা হয়েছে।

Written by SNS Lucknow | December 20, 2020 3:02 pm

তড়িঘড়ি মধ্যরাতে হাথরাসের তরুণীর দেহ সৎকার করা হয়েছিল। (Photo by Prakash SINGH / AFP)

শুক্রবার হাথরাস মামলার চার্জশিট পেশ করেছে সিবিআই। চার অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের অভিযােগ ছাড়াও তপশীলি জাতি-উপজাতির প্রতি নৃশংসতা প্রতিরােধক আইনেও অভিযােগ আনা হয়েছে। 

টিভিতে সেই খবর দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন নির্যাতিতার বাবা। এই কথা জানিয়ে নির্যাতিতার এক দাদা বলেছেন, চার্জশিট থেকে খুব বেশি প্রত্যাশা ছিল না তাদের। 

আসলে গত সেপ্টেম্বরে গােটা দেশ যখন নির্যাতিতার নৃশংস পরিণতি দেখে ফুসে উঠেছে তখনই শােনা গিয়েছিল উল্টো সুর। উঠে এসেছিল অনার কিলিংয়ের দাবি। 

সে প্রসঙ্গ তুলে নির্যাতিতার আরেক দাদা জানিয়েছেন, প্রতিবেশী এবং গ্রামের সকলেই সে সময় তাদের বিরুদ্ধে চলে গিয়েছিলেন। এমনকী জেলাশাসকও। 

তার কথায় ওরা আমাকেই অভিযুক্ত করতে শুরু করেছিল। আমি নাকি বােনকে খুন করেছি। বলেছিল, এটা অনার কিলিং ছাড়া কিছুই নয়। তবে এবার আমাদের আশা, অভিযুক্তরা এবার সাজা পাবে।