কোভ্যাক্সিনের ট্রায়ালের পরও পজিটিভ হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী

কোভ্যাক্সিন টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের পরও কোভিড পজিটিভ হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। ২০ নভেম্বর কোভ্যাক্সিন টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ গ্রহণ করেছিলেন।

Written by SNS New Delhi | December 6, 2020 1:31 pm

প্রতিকি ছবি (Photo: iStock)

কোভ্যাক্সিন টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের পরও কোভিড পজিটিভ হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। ২০ নভেম্বর কোভ্যাক্সিন টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণ করেছিলেন। তিনি টুইট করে লেখেন, ‘আমি কোভিড পজিটিভ। গত কয়েক দিনের মধ্যে যারা আমার সংস্পর্শে এসেছেন, তারা প্রত্যেকে করােনা ভাইরাস টেস্ট করিয়ে নেবেন।’

তিনি বলেন, ‘আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি হয়েছি। ওই হাসপাতালেই কোভ্যাক্সিনের ট্রায়ালে অংশগ্রহণ করেছিলাম।’ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে বলা হয়, ‘কোভ্যাক্সিন, টু ভােজ অ্যান্টি করােনা ভাইরাস ভ্যাকসিন। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়ালে অংশ নিয়েছিলেন। তাকে প্রথম ডােজটি দেওয়া হয়েছে।’

ভারত বায়ােটেক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কোভ্যাক্সিন তৈরি করেছে। সংস্থার তরফে বলা হয়, ‘কোভ্যাক্সিন ক্লিনিক্যাল ট্রায়ালে টু ডােজ। ২৮ দিনের ব্যবধানে দিতে হবে। দ্বিতীয় ডােজের ১৪ দিন পর ভ্যাকসিনের কার্যকারীতা বােঝা সম্ভব হবে’।