• facebook
  • twitter
Friday, 30 January, 2026

জন্মদিনে প্রধানমন্ত্রীর বাংলায় শুভেচ্ছা, উজ্জীবিত দিলীপ

জন্মদিনের শুভেচ্ছায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি দিলীপ ঘােষকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন, তাও বাংলায়! আর এতেই আপ্লুত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘােষ।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘােষ। (Photo: Facebook/@DilipGhosh)

রবিবার ছিল মেদিনীপুর সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘােষ-এর ৫৭ তম জন্মদিন। এই জন্মদিনের শুভেচ্ছায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি দিলীপ ঘােষকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন, তাও বাংলায়! আর এতেই আপ্লুত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘােষ।

দিলীপবাবু তাঁর টুইটার একাউন্টে প্রধানমন্ত্রীর চিঠিটি পােস্ট করেছেন। কি লিখেছেন প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী বাংলায় লিখেছেন আপনার জন্মদিনে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অতীতের স্মৃতি পুনরায় স্মরণ রাখার জন্য জন্মদিন একটি বিশেষ উপলক্ষ।

Advertisement

আপনার দীর্ঘ ও স্বাস্থ্যকর আয়ু কামনা করি। আপনার জীবনে প্রতিটি পদক্ষেপ সফল হােক’। প্রধানমন্ত্রীর এই চিঠি পােস্ট করার সাথেসাথে পক্ষে বিপক্ষে কমেন্ট আসতে শুরু করে দিলীপ ঘােষকে ঘিরে। কেউ লিখেছেন ‘বাবুল সুপ্রিয় দলের সম্পদ, ফিরিয়ে আনুন। কেউ বা দিলীপ বাবুর বক্তব্য নিয়ে তির্যক মন্তব্য রেখেছেন।

Advertisement

Advertisement