সুখবর, পুজোর আগে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৪ শতাংশ

Written by SNS September 28, 2022 4:58 pm

দিল্লি, ২৮ সেপ্টেম্বর– পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাল কেন্দ্র। যে মহার্ঘ ভাতা অনেক দিন ধরেই বকেয়া ছিল। সেই ভাতা বা ডিএ অবশেষে ঘোষণা করে দিল নরেন্দ্র মোদি  সরকার।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠক ছিল। তাতে স্থির হয়েছে ৪ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হবে।

এর আগে গত মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্র। তবে মুদ্রাস্ফীতির হার যে ভাবে বেড়েছে তাতে উৎসবের মরশুমের আগে ডিএ বাড়ানোর দাবি ছিল। সেই মোতাবেক পদক্ষেপ করল রাজ্য। অর্থাৎ এ বছর দু’দফায় মোট ৭ শতাংশ ডিএ বাড়াল মোদি সরকার। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন ৩৮ শতাংশ ডিএ পাবেন। সুবিধা পাবেন পেনশনভোগীরাও।

এরই পাশাপাশি প্রত্যাশা মতই প্রধানমন্ত্রী গ্রামীণ কল্যাণ অন্ন যোজনা আরও তিন মাসের জন্য সম্প্রসারিত করেছে কেন্দ্র। এই প্রকল্পের আওতায় বিনামূল্য চাল ডাল পাবে দারিদ্রসীমার নিচে বসবসকারী পরিবারগুলি। এই প্রকল্প কোভিডের সময় থেকে শুরু হয়েছে। তার মেয়াদ গত মার্চ মাসে ৬ মাসের জন্য বাড়ানো হয়েছিল। এবার তা আরও ৩ মাসের জন্য বাড়ানো হল।