দিল্লি, ১৬ এপ্রিল – মঙ্গলবার সকালে ভয়াবহ আগুনের কবলে পড়ে স্বরাষ্ট্র মন্ত্রকের বিল্ডিং। রাইসিনা হিলসে নর্থ ব্লকের স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বিতীয় তলে আগুন লেগে যায় বলে খবর মেলে। আইসি ডিভিশন অংশটি দাউ দাউ করে জ্বলতে থাকে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে খবর। বিল্ডিংয়ের একাধিক নথি ও আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। দুর্ঘটনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভবনে ছিলেন না বলে জানা গেছে।