স্বরাষ্ট্র মন্ত্রকে আগুন, ভস্মীভূত নথিপত্র ও কম্পিউটার  

Written by SNS April 16, 2024 6:26 pm

Ministry of Home Affairs. (File Photo: IANS)

দিল্লি, ১৬ এপ্রিল – মঙ্গলবার সকালে ভয়াবহ আগুনের কবলে পড়ে স্বরাষ্ট্র মন্ত্রকের বিল্ডিং। রাইসিনা হিলসে নর্থ ব্লকের স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বিতীয় তলে আগুন লেগে যায় বলে খবর মেলে। আইসি ডিভিশন অংশটি দাউ দাউ করে জ্বলতে থাকে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে খবর।  বিল্ডিংয়ের  একাধিক নথি ও আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। দুর্ঘটনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভবনে ছিলেন না বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ৯টা ২২ মিনিটে। আগুন দেখতে পান স্বরাষ্ট্র মন্ত্রক ভবনের কর্মীরা । সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, বিল্ডিংয়ের আইসি ডিভিশনে মূলত এসি মেশিন থেকে আগুন লাগে। এসির ইউনিটগুলি ক্ষতিগ্রস্ত হয়। একাধিক কমপিউটার, নথি এবং আসবাবপত্র আগুনে ঝলসে যায় বলে খবর। তবে কোনও হতাহতের খবর নেই। আগুনের শিখা দেখে দ্রুত ওই বিল্ডিং খালি করে ফেলেন কর্মচারীরা। ফলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তারা। 
 
আগুনে পুড়ে যাওয়া নথিপত্র এবং কমপিউটার ক্ষতিগ্রস্ত হওয়ায় কী কী এবং কত টাকার ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।