নিজের নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা করেছে আত্মীয়। জানতে পেরে সুদূর কুয়েত থেকে নাবালিকার প্রবাসী বাবা দেশে ফিরে এসে নির্মমভাবে হত্যা করেন সেই আত্মীয়কে। এমনই ঘটনার সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশের অনামাইয়া জেলার ওবুলভারিপল্লি এলাকা। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে খুনের মামলা। তাঁকে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে অন্ধ্র পুলিশ।
পুলিশি সূত্র মারফৎ জানা গিয়েছে, অভিযুক্ত আনজানেয়া প্রসাদ কর্মসূত্রে কুয়েতে থাকতেন। তাঁদেরই আত্মীয়, শারীরিকভাবে অক্ষম পি আনজানেয়ুলু (৫৯)-এর বিরুদ্ধে আনজানেয়ার নাবালিকা কন্যাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে।
আনজানেয়ার কাছে খবর পৌঁছালে তিনি কুয়েত থেকে ফিরে আসেন চলতি ডিসেম্বর মাসের শুরুর দিকে। ৬ ডিসেম্বর রাতে তিনি আনজানেয়ুলুকে হত্যা করেন। আনজানেয়ুলু তখন নিজের বাড়ির বাইরে গভীর ঘুমে মগ্ন ছিল। তখনই তাঁকে লোহার রড দিয়ে মেরে হত্যা করেন আনজানেয়া।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর ফের কুয়েতে ফিরে যান আনজানেয়া। সেখান থেকে একটি ভিডিও বার্তা মারফৎ খুনের কথা স্বীকার করেন তিনি। জানান, তিনিই এই কাজটা করেছেন। কিন্তু কেন? তাঁর বক্তব্য, তাঁর নাবালিকা কন্যা যৌন হয়রানির শিকার হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। পুলিশি অব্যবস্থা এবং নিষ্ক্রিয় থাকার কারণেই আইন নিজের হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।