এক তরুণীকে উত্যক্ত করার অভিযোগে কুপিয়ে খুন করা হল এক যুবককে। তরুণীর বাড়ির সামনেই প্রথমে ব্যাপক মারধর, তারপর কুপিয়ে খুন করেন ওই তরুণীর পরিবারের সদস্যরা, অভিযোগ এমনটাই। শুক্রবার ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের নান্দেড় জেলায়। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগের ভিত্তিতে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার হাদগাঁও শহরে শেখ আরাফাত নামে ২১ বছর বয়সের এক যুবককে ব্যাপক মারধর করা হয়। এরপর তাঁকে কোপাতে শুরু করেন এই তরুণীর পরিবারের আত্মীয়রা। ওই যুবক সেদিন যখন রাতে বাড়ি ফিরছিলেন সেই সময় তাঁর উপর চড়াও হয় তরুণীর পরিবারের লোকজন। মা ছেলেকে বাঁচাতে ছুটে এলে তাঁকেও ব্যাপক মারধর করা হয়। এরপর মায়ের সামনেই ছেলেকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।
অভিযুক্তদের দাবি, অনেক দিন ধরেই তরুণীকে উত্ত্যক্ত করছিলেন আরাফাত নামের ওই যুবক। এমনকী একাধিকবার ওই তরুণীর পিছুও নেন ওই যুবক। তরুণী আতঙ্কিত হয়ে বাড়ির লোককে সব কিছু জানান।ওই যুবককে নিষেধও করা হয় তরুণীর পরিবারের তরফে। কিন্তু তার পরেও একই কাজ করে গিয়েছেন বলে অভিযোগ। শুক্রবার তরুণীর এলাকায় গিয়েছিলেন অভিযুক্ত। সেই সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলেন তরুণীর পরিবারের সদস্যেরা। এর পরই শুরু হয় মারধর।
নৃশ্ংশ এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই পুলিশ এসে অভিযুক্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পরই মৃত্যু হয় তাঁর। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ।