• facebook
  • twitter
Tuesday, 15 July, 2025

কাশ্মীরের মসজিদে বিস্ফোরণ

ফের উত্তপ্ত কাশ্মীর। বিস্ফোরণে কেঁপে উঠেছে উত্তর কাশ্মীরের কাশেরি এলাকার হান্দওয়ারা। সেখানকার একটি মসজিদ ভাঙার সময় আচমকা বিস্ফোরণটি ঘটে।

ফের উত্তপ্ত কাশ্মীর। বিস্ফোরণে কেঁপে উঠেছে উত্তর কাশ্মীরের কাশেরি এলাকার হান্দওয়ারা। সেখানকার একটি মসজিদ ভাঙার সময় আচমকা বিস্ফোরণটি ঘটে। এই ঘটনায় ৩ জন আহত হয়েছেন। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনায় নাশকতার কোনও ছক কষা হয়েছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

আহতদের নাম মুদাসির আহমেদ মির, গুলাম আহমেদ তান্ত্রে ও ওয়াইস আহমেদ। ঘটনার পর তাঁদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মসজিদটি পরিত্যক্ত অবস্থায় ছিল। সেই কারণে সেটি ভেঙে নতুন করে নির্মাণের কাজ করার পরিকল্পনা নেওয়া হয়। সোমবার সকালে মসজিদটি ভাঙার কাজ চলছিল। সেই সময়ই বিস্ফোরণটি ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় নিরাপত্তা বাহিনী।

এটি কোনও পরিকল্পিত বিস্ফোরণ নয় বলেই মনে করছেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। তবে সব দিক খতিয়ে দেখে বিস্ফোরণের প্রকৃত কারণ জানানো হবে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। এরপর থেকে উত্তপ্ত জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি। জঙ্গি হামলার পর থেকে সেখানকার গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যটনস্থল বন্ধ করে দেওয়া হয়। আজ ১৭ জুন থেকে জম্মু ও কাশ্মীরের ১৬ টি পর্যটনস্থল খুলে দেবে প্রশাসন। এই পরিস্থিতিতে কাশ্মীরের বিস্ফোরণের ঘটনা প্রকাশ্যে আসায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।