শ্রীনগর, ১৪ জুন – জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় জঙ্গি হামলার ঘটনার তদন্তে পাক যোগ থাকার তথ্য মিলল। সন্দেহ করা হচ্ছে ওই জঙ্গিদের কার্যকলাপের পিছনে পাক সেনার মদত রয়েছে। জম্মু ও কাশ্মীরের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানান, দুই জঙ্গির থেকে আগ্নেয়াস্ত্র এবং কিছু জিনিস উদ্ধার করা হয়। তিনি বলেন, ‘ জঙ্গিদের থেকে নাইটস্কোপ এবং ফ্রিকোয়েন্সি স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস-সহ একটি এম ৪ রাইফেল উদ্ধার করা হয়েছে। জঙ্গিরা একটি মাইক্রো স্যাটেলাইট ফোনও ব্যবহার করছিল। ওই ডিভাইসটি সাধারণত পাক সেনা, নৌ বাহিনী এবং বিমান বাহিনীতে ব্যবহার করা হয়।’
চলতি সপ্তাহে জম্মু ও কাশ্মীরে পর পর একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটে। জম্মুর শিবখড়ি মন্দির থেকে কাটরায় বৈষ্ণো দেবীর মন্দিরের উদ্দেশে যাওয়া তীর্থ যাত্রীবোঝাই বাসে হামলা চালায় জঙ্গিরা। হামলার জেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে খাদে পড়ে যায়। মৃত্যু হয় ১০ জন পুণ্যার্থীর। তার পর মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরে জোড়া হামলা চালায় জঙ্গিরা। কাঠুয়া ছাড়াও ডোডায় একটি সেনাঘাঁটিতেও হামলা চালায় জঙ্গিরা। সীমান্তরক্ষীদের সঙ্গে গুলির লড়াই চলে। এই হামলার ঘটনায় কমপক্ষে ছ’জন সেনাকর্মী আহত হয়েছেন। পর পর জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় অস্বস্তিতে প্রশাসন।
Advertisement
Advertisement
Advertisement



