• facebook
  • twitter
Friday, 19 December, 2025

পৈতৃক সম্পত্তির অধিকারী মেয়েরা

পিতৃসম্পত্তিতে মেয়েদের সমানাধিকারের পক্ষে রায় দিল শীর্ষ আদালত। আদালতের এদিনের রায় অনুযায়ী, পৈতৃক সম্পত্তির সমান হকদার মেয়েরাও।

সুপ্রিম কোর্ট (File Photo: iStock)

করোনার কালবেলার ঐতিহাসিক সময়ে ঐতিহাসিক রায় শোনাল সুপ্রিম কোর্ট। পিতৃসম্পত্তিতে মেয়েদের সমানাধিকারের পক্ষে রায় দিল শীর্ষ আদালত। আদালতের এদিনের রায় অনুযায়ী, পৈতৃক সম্পত্তি’র সমান হকদার মেয়েরাও।

মঙ্গলবার বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছেন। এই রায়ে বলা হয়েছে, হিন্দু উত্তরাধিকার আইনের সংশোধনী কার্যকর হওয়ার আগেও (২০০৫ সাল) যদি কারও বাবা মারা গিয়ে থাকেন, তাহলেও মেয়েরা তাঁর সম্পত্তির উত্তরাধিকারী হবেন।

Advertisement

এদিন রায়দানের আগে বিচারপতিরা বলেন, ‘কন্যা সন্তান চিরকালই প্রিয় কন্যা সন্তান হয়েই থাকেন। কন্যার জন্ম যখনই হোক ২০০৫ সালের সংশোধিত আইন অনুযায়ী বাবার সম্পত্তিতে সমস্ত মহিলার সমানাধিকার।’

Advertisement

এই রায়ে স্পষ্ট করেই বলা হয়েছে, হিন্দু-সাকসেশন আইনে সংশোধনে মেয়েদের এই অধিকার নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, ২০০৫ সালে হিন্দু উত্তরাধিকার আইনের সংশোধনী কার্যকর হওয়ার আগে যাঁদের বাবা-মা মারা গিয়েছেন, পৈতৃক সম্পত্তিতে তাঁদের অধিকার নিয়ে একাধিক মামলা হয় শীর্ষ আদালতে। ২০১৬ ও ২০১৮ সালের দুটি পৃথক মামলা পৃথক রায় দেয় আদালত। ফলে বিষয়টি নিয়ে অস্বচ্ছতা ছিল। যার ফলে বিভ্রান্তিও ছিল।

এদিন ২০০৫ সালের আইনের ৬ নম্বর ধারা অনুযায়ী পৈতৃক সম্পত্তিতে মেয়েদের সমানাধিকারের কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ। এছাড়াও সুপ্রিম কোর্ট এদিনের রায়ে স্পষ্টতই জানিয়ে দিয়েছে, শীর্ষ আদালত এই সংক্রান্ত বিভ্রান্তি কাটিয়ে দেওয়ার পর সারা দেশে এই সংক্রান্ত সব মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করতে হবে।

Advertisement