ভোটের সম্পূর্ণ ফল প্রকাশ হবে ২৪মে

সপ্তম দফার নির্বাচনে ভােটের ফলাফল প্রকাশ হবে ২৩ মে।

Written by SNS May 14, 2019 3:48 pm

(ছবি istock)

সপ্তম দফার নির্বাচনে ভােটের ফলাফল প্রকাশ হবে ২৩ মে।৪২টি কেন্দ্রের ভােটের ফলাফল একদিনেই প্রকাশের সম্ভাবনা কম।

কমিশনসুত্রে জানা গিয়েছে,রাজ্যের বিভিন্ন ভােট গণনাকেন্দ্রে প্রতিটি টেবিলে চারটি করে পােলিং স্টেশনের ভােট গণনা হবে।সেকারণে এক একটি কেন্দ্রের গণনা সম্পূর্ণ হতে সাত থেকে আট ঘন্টা সময় লাগতে পারে।পুরাে ফলাফল বের হওয়ার জন্য পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

রাজ্যের অতিরিক্ত নির্বাচন আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন,মে কমিশন সমস্ত গণনা নিখুঁতভাবে করতে চাইছে।গণনায় যাতে কোনও ভুল না হয়, সেজন্য প্রয়ােজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবারের নির্বাচনে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট ব্যবহার করা হয়েছে।সেকারণে গণনায় বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে যষ্ঠ দফার নির্বাচনে গড় ভােটের হার ছিল ৮৪,৫১ শতাংশ।তমলুক ৮৫.৩৪,কাঁথি ৮৫.৭৯,ঘাটাল ৮২.৭০,ঝাড়গ্রাম ৮৫.৫২,মেদিনীপুর ৮৪.১৩ পুরুলিয়া ৮২. ১৮,বাঁকুড়া ৮৩.১৫ এবং বিষ্ণুপুরে এই হার ছিল ৯৭.৩৯ শতাংশ।