• facebook
  • twitter
Tuesday, 9 December, 2025

স্বীকৃত দলগুলিকে ৩০ দিনের মধ্যে দলীয় সংবিধান জমা দিতে হবে

কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

প্রতিনিধিত্বমূলক চিত্র

দেশের রাজনৈতিক দলগুলির কাঠামো ও কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে স্বচ্ছতা বাড়াতে বড় পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলকে জানানো হয়েছে, ঠিক ৩০ দিনের মধ্যে দলীয় সংবিধানের আপডেট কপি কমিশনের দপ্তরে জমা দিতে হবে। সম্প্রতি রাজনৈতিক দলগুলির নথিভুক্তিকরণ ও কার্যপদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা শুরু হওয়ায় কমিশনের এই নির্দেশকে বিশেষ গুরুত্বের চোখে দেখা হচ্ছে।

কমিশনের পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রতিটি দলকে তাদের বর্তমান সংবিধান জমা দিতে হবে। যদি সংবিধানে গত কয়েক বছরে কোনও বদল, সংশোধন বা সংযোজন করা হয়ে থাকে, তাও বিস্তারিত ভাবে তুলে ধরতে হবে। কমিশনের মতে, দলীয় সংবিধান কোনও রাজনৈতিক দলের চরিত্র, লক্ষ্য এবং গণতান্ত্রিক কাঠামো বোঝার মূল দলিল। তাই সংবিধান আপডেট না থাকলে স্বচ্ছতা ব্যাহত হয়।

Advertisement

কমিশন সূত্রের খবর, বহু রাজনৈতিক দল দীর্ঘ সময় ধরে তাদের সংবিধান আপডেট করেও কমিশনে জমা দেয়নি। ফলে সেই দলগুলির অভ্যন্তরীণ কাঠামো, নেতৃত্ব নির্বাচনের নিয়ম বা সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি সম্পর্কে নির্ভরযোগ্য নথি কমিশনের হাতে নেই। এই শূন্যতা পূরণ করতেই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

Advertisement

সূত্রের খবর, কমিশন শীঘ্রই রাজনৈতিক দলগুলির সংবিধান নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে। সে ক্ষেত্রে দেশের যেকোনও ব্যক্তি চাইলে অনলাইনে দেখে নিতে পারবেন প্রত্যেক দলের সংবিধান ও সাংগঠনিক কাঠামো। স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নে এই সিদ্ধান্তকে বড় পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement