করােনা রােগীদের ক্ষেত্রে জাইডাস ক্যাডিলার ড্রাগ ভিরাফিন ব্যবহারের অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। এই ড্রাগ ব্যবহারের ফলে। শরীরে অক্সিজেনের ঘাটতির সম্ভাবনা অনেকটাই কমবে। শুধু তাই নয় মৃদু উপসর্গ বিশিষ্ট রােগীদের ক্ষেত্রে এই ড্রাগ বিশেষভাবে কার্যকরী হবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। জাইডাসের তরফে জানানাে হয়।
প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেদের উপর এই ড্রাগটি প্রয়ােগ করা হয়েছিল। ফলাফলে দেখা গিয়েছে এই ড্রাগ নেওয়ার সাত দিনের মধ্যে ৯১.১৫ শতাংশ। স্বেচ্ছাসেবকদের করােনা পরীক্ষার রিপোের্ট নেগেটিভ এসেছে। করােনা আক্রান্ত রােগীদের দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করবে ভিরাফিন। দাবি জাইডাস সংস্থার।
Advertisement
এছাড়াও করােনার অন্যতম উপসর্গ শ্বাসকষ্টের সমস্যাও অনেকটা কমাতে সক্ষম এই ড্রাগ। দেশের কুড়ি থেকে পঁচিশটি সেন্টারে এই ড্রাগের ট্রায়াল চলে। শরীরে অক্সিজেনের অভাব মেটাতে সক্ষম এই ড্রাগ। পরীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।
Advertisement
Advertisement



