শীতের আমেজ এলেও ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

সোমবার সকাল থেকেই রাজ্যে হালকা শীতের আমেজ । তবে বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না। উত্তর এবং দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা।

Written by SNS Alipur | October 26, 2021 4:02 pm

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

সোমবার সকাল থেকেই রাজ্যে হালকা শীতের আমেজ । তবে বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না। উত্তর এবং দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বঙ্গে আসতে চলেছে শীত। সোমবার সকাল থেকেই রাজ্যে হালকা শীতের আমেজ। কোথাও কোথাও সামান্য কুয়াশাও দেখা যায়।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। তবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা ছিঁটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। রাতের তাপমাত্রা কমবে।

সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ।