• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জগদ্দলে ফের শ্যুটআউট

জগদ্দল ফের অশান্ত হয়ে উঠল। মঙ্গলবার ভরসন্ধায় জগদ্দলের মোমিনপাড়ায় দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে তৃণমূল নেতা জব্বার আনসারি সহ এক মহিলা আহত হয়েছেন।

gun attack

জগদ্দল ফের অশান্ত হয়ে উঠল। মঙ্গলবার ভরসন্ধায় জগদ্দলের মোমিনপাড়ায় দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে তৃণমূল নেতা জব্বার আনসারি সহ এক মহিলা আহত হয়েছেন।

আহত তৃণমূল নেতা সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ বলে জানা গেছে। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে তৃণমূল নেতা জব্বার আনসারির বুক ছুঁয়ে চলে যায়।

Advertisement

আরেকটি গুলি লেগেছে ওই মহিলার পায়ে। আহত দু’জনকে আনা হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে।

Advertisement

আক্রান্ত জব্বার আনসারির অভিযোগ, বাড়ির কাছেই বাদলা আনসারি, আরমান ও মুক্তার তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তাঁর বুক ছুঁয়ে চলে যায়।

ঘটনার পর তীব্র উত্তেজনা ছড়ায় মোমিনপাড়ায়। ঘটনায় জড়িতদের পুলিশ খোঁজ চালাচ্ছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Advertisement