পঞ্চমবার ইডির তলব কেজরিওয়ালকে, ফের এড়ানোর ইঙ্গিত

Written by SNS January 31, 2024 5:06 pm

দিল্লি, ৩১ জানুয়ারি– এর আগে চারবার ইডির তলব এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ ইডির ডাকে সাড়া দেওয়া তো দূর সেই সমনকে ‘বেআইনি’ বলে দাবি করেছেন তিনি৷ বুধবার পঞ্চম সমন পাঠানো হল কেজরিকে৷ আগামী শুক্রবার ফের তাঁকে দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে ইডির র্যাডারে কেজরিওয়াল৷ আম আদমি পার্টি শুরু থেকেই দাবি করে আসছে, শুধুমাত্র কেজরিওয়ালকে গ্রেপ্তার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে৷ তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই৷

আপ সূত্রের দাবি, ইডির পঞ্চম সমনেও হাজিরা দেবেন না দিল্লির মুখ্যমন্ত্রী৷ এবারেও হাজিরা এড়াবেন তিনি৷ ইন্ডিয়া জোটের তৎপরতার মাঝে কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে আপের অন্দরে চোরাস্রোত বইছে৷ কিন্ত্ত কেজরিওয়াল এসবের মধ্যেও সমন উপেক্ষা করে চলেছেন৷ কেজরিওয়াল একা নন৷ এই মুহূর্তে ইন্ডিয়া জোটের একাধিক নেতা ইডির র্যাডারে৷ সেই তালিকায় রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন৷ বিহারের সদ্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও একাধিকবার তলব করা হয়েছে৷ র্যাডারে রয়েছেন লালুপ্রসাদ যাদবও৷ সব মিলিয়ে লোকসভার আগে ইন্ডিয়ার উপর চাপ বাড়ছে৷