ইডির নোটিস পেলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ২০১৯ সালের মশলা বন্ডে আর্থিক অনিয়মের তদন্তে তাঁকে নোটিস দেওয়া হয়েছ বলে ইডি সূত্রে খবর। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তাঁর ব্যক্তিগত সচিব কে এম আব্রাহাম এবং প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইজ্যাককে বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে নোটিস দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা অনুযায়ী প্রায় ১০-১২ দিন আগে এই নোটিস দিয়েছে বলে জানা গিয়েছে। কেআইআইএফবি ২০১৯ সালের মার্চ মাসে মশলা বন্ডের মাধ্যমে প্রায় ২ হাজার ১৫০ কোটি টাকা সংগ্রহ করে। ওই বছরই এপ্রিল মাসে লন্ডন স্টক এক্সেচেঞ্জের আন্তর্জাতিক সিকিউরিটিজ মার্কেটে তালিকাভুক্ত হয়। এই বন্ডের মাধ্যমে সংগৃহীত টাকা দিয়ে জমি কেনা এবং ফেমার নিয়ম ভাঙার অভিযোগ আনা হয়েছে।
Advertisement
প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইজ্যাক ইডির নোটিসকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। সোমবার তিনি বলেন,২০২০ সাল থেকে ইডি এই ইস্যুকে তোলার চেষ্টা করছে। স্থানীয় নির্বাচন থেকে শুরু করে কেরল বিধানসভা নির্বাচনের আগেও ইডি বার বার এই মশলা বন্ড ইস্যু তাঁদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।
Advertisement
তিনি বলেন, মশলা বন্ডের ছাড়পত্র দেওয়ার দায়িত্ব ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের। সব পদক্ষেপ আরবিআইয়ের অনুমোদন নিয়েই করা হয়েছে। আইজ্যাক আরও বলেন, বন্ডের টাকা ব্যবহার করে কোনও জমি কেনা হয়নি। জমি অধিগ্রহণ করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। তাঁর আরও বক্তব্য, ‘অধিগ্রহণের সময়, আরবিআই জমি কেনা যাবে না এমন শর্তও বাতিল করে।‘ নোটিসের উত্তর দেওয়া নিয়ে আইনি পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইজ্যাক।
অন্যদিক সুর চড়িয়েছেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক এম.ভি. গোবিন্দন। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে দেওয়া ইডির নোটিসকে ‘একটি রাজনৈতিক খেলা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, কেরল নির্বাচনের সঙ্গে তাল মিলিয়ে ইডির নোটিস চলছে। আইজ্যাকের সঙ্গে সুরে মিলিয়ে গোবিন্দন বলেন, ‘২০২০ সালের স্থানীয় নির্বাচনের সময় ইডি নোটিস দেয়। ২০২২ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়ও নোটিস দেওয়া হয়েছিল। এটা রাজনৈতিক খেলা।‘ কেআইআইএফবির উন্নয়ন প্রকল্প রাজ্যজুড়ে চলছে। তাই ইডির এই নোটিস কেরলের সাধারণ মানুষকে চ্যালেঞ্জ বলে জানিয়েছেন রাজ্য সম্পাদক এম. ভি. গোবিন্দন।
Advertisement



