• facebook
  • twitter
Sunday, 15 September, 2024

জমি নিয়ে বিবাদের জের ,একই পরিবারের ৫ সদস্যকে খুন  

চন্ডিগড়, ২২ জুলাই –  জমি সংক্রান্ত বিবাদের জেরে একই পরিবারের ৫ সদস্যকে খুন হতে হল। খুনের অভিযোগের তির পরিবারেরই একজন সদস্য, ভূষণ কুমারের বিরুদ্ধে ৷ তিনি আবার একজন অবসরপ্রাপ্ত সেনা জওয়ান৷ তাঁর বিরুদ্ধে নিজের পরিবারের পাঁচ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠেছে ৷ রবিবার নারায়ণগড় থানার রাতউর গ্রামের ঘটনা৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পুলিস সূত্রে

চন্ডিগড়, ২২ জুলাই –  জমি সংক্রান্ত বিবাদের জেরে একই পরিবারের ৫ সদস্যকে খুন হতে হল। খুনের অভিযোগের তির পরিবারেরই একজন সদস্য, ভূষণ কুমারের বিরুদ্ধে ৷ তিনি আবার একজন অবসরপ্রাপ্ত সেনা জওয়ান৷ তাঁর বিরুদ্ধে নিজের পরিবারের পাঁচ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠেছে ৷ রবিবার নারায়ণগড় থানার রাতউর গ্রামের ঘটনা৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পুলিস সূত্রে খবর, নিহতদের মধ্যে রয়েছে অভিযুক্তের মা, বছর ৬৫-র সরোপী দেবী, ভাই হরিশ কুমার, বয়স ৩৫, ভাইয়ের স্ত্রী সোনিয়া , বয়স ৩২ এবং তাঁদের দুই সন্তান, সাত বছরের ইয়াশিকা ও ছয় মাসের মায়াঙ্ক ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে খুন করা হয়েছে ৷ হত্যার পর তাদের দেহগুলিতে আগুন ধরিয়ে দেয়৷ ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে।  তাঁরাই পুলিশে খবর দেন ৷ ঘটনাস্থলে পৌঁছন আম্বালার এসপি সুরেন্দ্র কুমার ৷ অর্ধ দ্বগ্ধ দেহগুলি উদ্ধার করে স্থানীয় আম্বালা ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

তদন্তের জন্য ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন তদন্তের দায়িত্ব থাকা পুলিশ আধিকারিক ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরেই এই নৃশংস এই হত্যাকাণ্ড। তবে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, তা জানার চেষ্টা চলছে। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও  কথা বলছে পুলিশ ৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ভূষণ কুমার ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর  কারণ সম্পর্কে জানা যাবে বলে পুলিশের অনুমান  ৷