সিআরপিএফ-এর এক বরিষ্ঠ অফিসার আইইডি বিস্ফোরণে প্রাণ হারালেন। রবিবার সুকমা জেলার বস্তারে আইইডি বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। সােমবার রায়পুরে তাঁর মৃত্যু হয়।
বস্তার রেঞ্জের আইজি সুন্দর রাজ পি জানিয়েছেন ডেপুটি কম্যান্ডান্ট বিকাশ কুমারের মৃত্যু হয়েছে। তিনি ছিলেন কোল্লার চত্মজ্জ তম ব্যাটেলিয়ানের সঙ্গে। নকশাল বিরােধী অভিযানের জন্য নিজের টিমের সঙ্গে বেরিয়েছিলেন বিকাশ কুমার। তখনই এই বােমাটি ফাটে। মাওবাদীরাই এই আইইডি পুতে রেখেছিল বলে জানিয়েছেন পুলিশকর্তারা।
Advertisement
রবিবার সকাল দশটা নাগাদ কিশতরাম পুলিশ স্টেশনের কাছে কাসারাম নালার ধারে এই বােমা বিস্ফোরণ ঘটে। বিকাশকে এয়ারলিফ্ট করে রায়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানাে হয়। কিন্তু রাত একটা নাগাদ মৃত্যু হয় তাঁর। তাঁর মৃতদেহ আজ দুপুরেই দিল্লি পাঠানাে হয়েছে।
Advertisement
এর আগে ২৯ নভেম্বর কোবরা বাহিনীর অ্যাসিসট্যান্ট কমান্ডান্টের মৃত্যু হয়েছিল আইইডি ব্লাস্টে। একইসঙ্গে আট জনের চোট লেগেছিল। সেই ক্ষেত্রেও সুকমায় বােমা বিছিয়ে রেখেছিল মাওবাদীরা।
Advertisement



