• facebook
  • twitter
Wednesday, 30 July, 2025

দিল্লিতে ঘুমন্ত শিশু সহ পাঁচ জনকে পিষল অডি

বুধবার মধ্যরাতে মদ্যপ অবস্থায় এক ব্যবসায়ী নিজের অডি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে ঘুমন্ত মানুষদের উপর দিয়ে সেটি চালিয়ে দেন।

দিল্লির বসন্ত বিহারে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন এক শিশু সহ একই পরিবারের পাঁচ জন। এটি বুধবারের ঘটনা হলেও রবিবার গোটা বিষয়টি জানাজানি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার মধ্যরাতে মদ্যপ অবস্থায় এক ব্যবসায়ী নিজের অডি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে ঘুমন্ত মানুষদের উপর দিয়ে সেটি চালিয়ে দেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে রয়েছে আট বছরের একটি শিশুও। দুর্ঘটনার সময় তাঁরা শিব ক্যাম্প এলাকার মুনির-কা ফ্লাইওভারের কাছে ফুটপাতে ঘুমাচ্ছিলেন। দিনমজুরের কাজ করতে তাঁরা রাজস্থান থেকে দিল্লিতে এসেছিলেন।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চালকের নাম উৎসব শেখর (৪০)। তিনি পেশায় একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, দিল্লির দ্বারকার বাসিন্দা। উৎসব নয়ডা থেকে নিজের গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। বসন্ত বিহার এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ফুটপাতে তুলে দেন। আহতদের উপর দিয়ে গাড়ি চালিয়ে কিছু দূর গিয়ে একটি ট্রাকে ধাক্কা মারেন তিনি। সংঘর্ষে অডি গাড়িটি উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ঘটনাস্থলে থাকা গাড়ির নম্বর যাচাই করে পুলিশ উৎসব শেখরকে আটক করে। দক্ষিণ-পশ্চিম জেলার ডিএসপি অমিত গয়াল জানিয়েছেন, অভিযুক্ত উৎসব শেখরকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, এর আগে মুম্বই ও পুণেতে এমনই একাধিক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যেখানে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাধারণ মানুষকে পিষে দেন মত্ত চালকরা। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। আহতদের চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন লাধি (৪০), তাঁর মেয়ে বিমলা (৮), স্বামী সাবামি ওরফে চিরমা (৪৫), রাম চন্দর (৪৫) ও তাঁর স্ত্রী নারায়ণী (৩৫)। তাঁরা সকলেই রাজস্থানের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই দিল্লির শিব ক্যাম্প এলাকায় ফুটপাথে থাকেন। অভিযুক্তের বিরুদ্ধে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, অনিচ্ছাকৃত আঘাত, ও বেপরোয়া ড্রাইভিং-এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

এর আগে গত মে মাসে পশ্চিম দিল্লিতে এক ১৯ বছর বয়সি যুবকের গাড়ি একজন সাইকেল আরোহীকে ধাক্কা মারার পর রাস্তার পাশে একটি বস্তিতে ঢুকে পড়ে। সেই ঘটনায় দু’জন মারা যান, আহত হন তিনজন। এপ্রিলে দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় এক ১৫ বছরের কিশোরের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ২ বছরের শিশুকন্যার। কিশোরটি ছিল মৃতের প্রতিবেশী।

News Hub