লালকেল্লা চত্বরে বিস্ফোরণের এক সপ্তাহও কাটেনি। এরই মধ্যে দিল্লিতে ফের বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে খবর ছড়িয়ে পড়ল। বৃহস্পতিবার সকাল ৯টা ১৮ মিনিটে দিল্লির মহীপালপুর এলাকার একটি হোটেলের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে দাবি স্থানীয়দের একাংশের।
সূত্রের দাবি, এক মহিলা পুলিশকে ফোন করে জানান, তিনি বিস্ফোরণের শব্দ পেয়েছেন। এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিনও। সূত্রের খবর, গোটা চত্বরে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক, উদ্বেগের কোনও কারণ নেই বলেই খবর।
Advertisement
সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে একটি সাদা রঙের হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হন। এখনও অবধি ১৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। গাড়িটি চালাচ্ছিলেন উমর উন-নবি নামে এক চিকিৎসক। ওই ঘটনার পর থেকেই আতঙ্কিত দিল্লিবাসী। বৃহস্পতিবার সকালে দিল্লিতে ফের বিস্ফোরণের খবর শুনে স্বাভাবিকভাবেই তাঁদের অনেকে ফের আতঙ্কিত হয়ে পড়েন।
Advertisement
Advertisement



