• facebook
  • twitter
Thursday, 6 February, 2025

আজ কড়া নিরাপত্তায় চলছে দিল্লি বিধানসভার ভোটগ্রহণ

সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ৮.১ শতাংশ

নিজস্ব চিত্র

বুধবার কড়া নিরাপত্তায় দিল্লি শুরু হল দিল্লি বিধানসভার ভোটগ্রহণ। সকাল ৭টায় এখানকার ৭০টি বিধানসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে রাজধানী দিল্লির বিভিন্ন বুথে ভোটারদের লাইন পড়ে যায়। তাঁদের সঙ্গে ভোটদানে সামিল হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের জন প্রতিনিধি ও মন্ত্রীরা। ভোট দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ-এর শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে আরও অন্যান্য কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। ভোট দিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের বৃদ্ধ বাবা গোবিন্দ রাম কেজরিওয়াল ও মা গীতা দেবী।

এদিন দিল্লির লেডি আইরিন উচ্চ বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে দেখা যায়, মা গীতাদেবীকে হুইল চেয়ারে বসিয়ে বুথের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন পুত্র অরবিন্দ। অন্যদিকে বাবা গোবিন্দ রাম কেজরিওয়ালকেও আরও একজন যুবক অন্য একটি হুইল চেয়ারে বসিয়ে বুথের দিকে নিয়ে যাচ্ছেন। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়ালও সঙ্গে ছিলেন।

নির্বাচনের কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টা পর্যন্ত দিল্লি বিধানসভায় গড়ে ভোট পড়েছে ৮.১ শতাংশ। এই সময়সীমার মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে মুস্তাফাবাদ বিধানসভা কেন্দ্রে। এখানে সকাল ৯টা পর্যন্ত ১২.৪৩ শতাংশ ভোট পড়েছে। আর সবচেয়ে কম ভোট পড়েছে চাঁদনিচক বিধানসভা কেন্দ্রে। এখানে ভোট পড়েছে মাত্র ৪.৫৩ শতাংশ।

সকাল ৯টা পর্যন্ত জেলা ভিত্তিক ভোটের তথ্যও প্রকাশ করেছে কমিশন। সেই তথ্য থেকে জানা গিয়েছে, উত্তর-পূর্ব দিল্লি সকাল ৯ টা পর্যন্ত ১০.৭০ শতাংশ ভোট পড়েছে। আর নতুন দিল্লিতে ভোট পড়েছে ৬.৫৩ শতাংশ। এখানকার সবচেয়ে হেভিওয়েট দুই কেন্দ্র

নয়াদিল্লিতে কংগ্রেসের সন্দীপ দীক্ষিতের বিরুদ্ধে লড়ছেন অরবিন্দ কেজরিওয়াল এবং বিজেপির পরবেশ ভার্মা। এখানে ভোট পড়েছে ৭.৪১ শতাংশ। আর যেখানে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশি লড়ছেন, সেই কালকাজি কেন্দ্রে লড়ছেন বিজেপির রমেশ বিধুরি ও কংগ্রেসের অলকা লাম্বা। এখানে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৬.১৯ শতাংশ।

উল্লেখ্য, এই মুহূর্তে দিল্লিতে মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৫৬ লক্ষ। এখানকার ১৩ হাজার ৭৬৬টি কেন্দ্রে ৭০টি বিধানসভা আসনের ভোট গ্রহণ করা হচ্ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলবে। আগামী ৮ ফেব্রুয়ারি ভোট গণনার পর ফল প্রকাশিত হবে।