জওয়ানদের আরামদায়ক উর্দি দিতে চলেছে প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় সেনাদের সুবিধার কথা মাথায় রেখে তাদের উর্দিতে পরিবর্তন করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক।

Written by SNS New Delhi | May 15, 2019 4:31 pm

ভারতীয় সেনাদের সুবিধার কথা মাথায় রেখে তাদের উর্দিতে পরিবর্তন করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক।

মন্ত্রক সূত্রে খবর, আবহাওয়ার সঙ্গে মানানসই দেওয়া হবে ভারতীয় সেনাদের উর্দি। জওয়ানরা যে উর্দি পরেন টেরিকট ফাইবার দিয়ে তৈরি। গরম ও আদ্রতার সঙ্গে একেবারেই আরামদায়ক নয়। তাই আবহাওয়ার সঙ্গে মানানসই বদল করা হবে পােশাক।

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, নতুন উর্দিতে সার্ভিস স্ট্রিপ কোথায় কীভাবে বসানাে হবে তা নিয়ে চিন্তাভাবনা চলছে। এখন এগুলি উর্দির কাধে থাকলেও পরবর্তীকালে বােতামের জায়গায় চলে আসতে পারে। তাছাড়া বাইরের দিকে যে বেল্টটি পরা হয় সেটি ভিতরের দিকে পরার বন্দ্যোবস্ত করা হতে পারে। উদির শার্ট ও ট্রাউজারের রঙে বদলের সম্ভাবনা রয়েছে।

এই নিয়ে তিনবার ভারতীয় সেনার উর্দি বদল করা হচ্ছে। একবার পাকিস্তানির সেনার সঙ্গে পার্থক্য বােঝাতে, পরে আবহাওয়ার জন্য। উর্দির পরিবর্তন আনতে বিশ্বের অন্যান্য দেশের সেনাদের পােশাক নিয়ে বিশ্লেষণ করছে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রক।