• facebook
  • twitter
Monday, 13 January, 2025

বাইক কিনতে ৯ দিনের সন্তানকে বিক্রি করলেন দম্পতি

শিশুটির মা জানান, অভাবের সংসারে তাঁদের সন্তানকে মানুষ করার সঙ্গতি নেই। তাই এক নিঃসন্তান দম্পতিকে তাঁরা তাঁদের ৯ দিনের সন্তান দিয়ে দিয়েছেন।

প্রতীকী চিত্র

শখ আছে কিন্তু সাধ্য নেই। তাই উপায় না পেয়ে বাইক কেনার জন্য ৯ দিন বয়সি সন্তানকে ৬০ হাজার টাকায় বিক্রি করে দিলেন এক দম্পতি। সেই টাকা দিয়ে বাইকের অগ্রিম বুকিংও করেও ফেলেছেন তাঁরা। যদিও ধরা পড়ার পর বাইক কেনার বিষয়টি অস্বীকার করেছেন ওই দম্পতি। তাঁদের দাবি, দারিদ্র্যের কারণে সন্তানকে মানুষ করার সামর্থ্য ছিল না। তাই এক নিঃসন্তান দম্পতিকে তাঁদের সন্তান দিয়ে দিয়েছেন। এর জন্য কোনও অর্থ তাঁরা নেননি।

ওড়িশার বালেশ্বরের বাস্তা এলাকার দম্পত্তির এই কীর্তি সামনে আনেন এক পরিচিত। তিনি দাবি করেছেন, বাইক কেনার টাকা জোগাড় করতে নিজেদের সন্তানকে বিক্রি করেছেন তার বাবা-মা। সেই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ এবং রাজ্য শিশু কল্যাণ কমিটির যৌথ দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

এই ঘটনায় হইচই পরে যাওয়ায় মুখ খোলেন অভিযুক্ত দম্পতি। শিশুটির মা জানান, অভাবের সংসারে তাঁদের সন্তানকে মানুষ করার সঙ্গতি নেই। তাই এক নিঃসন্তান দম্পতিকে তাঁরা তাঁদের ৯ দিনের সন্তান দিয়ে দিয়েছেন। এর জন্য কোনও অর্থ নেননি তাঁরা। যাঁদের কাছে সন্তান বিক্রির অভিযোগ উঠেছে, সেই দম্পতিও দাবি করেন, শিশুটিকে নেওয়ার বিনিময়ে তাঁরা কোনও অর্থ দেননি।

পুলিশ জানিয়েছে, তারা সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। শিশু বিক্রির ঘটনার নেপথ্যে কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।