বৃহস্পতিবার ফের আপে যোগ দিলেন রাম চান্দের। জানান, বিজেপিতে তাঁর যোগ দেওয়ার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল। একই সঙ্গে তিনি এ-ও জানান যে, এর পর থেকে তিনি আর কখনও, কারও কথায় যেন এধরণের সিদ্ধান্ত না নেন। । আপে আবার যোগদান করার পর কাউন্সিলর রাম চান্দের বলেন, “আমি নিজের পরিবারে ফিরলাম। গত রাতে আমাদের মুখ্যমন্ত্রী আমার স্বপ্নে এসেছিলেন। তিনি আমাকে বকুনি দিয়ে বললেন, রাম চান্দের উঠুন। আপনি মণীশ (সিসোদিয়া), গোপাল রাই, সন্দীপ (পাঠক) এবং অন্য নেতাদের সঙ্গে দেখা করুন। নিজের এলাকায় গিয়ে কর্মীদের সঙ্গে কথা বার্তা বলে আবার কাজ শুরু করুন।”
রাম চান্দের বর্তমানে দিল্লির কাউন্সিলর। আপ সূত্রে খবর, দলে যোগদান করতে চেয়ে বুধবারই শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন রাম। এর পর বৃহস্পতিবারই তাঁকে যোগদান করতে বলা হয়। প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরিওয়াল বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন।
Advertisement
Advertisement
Advertisement



