করােনা ভাইরাসের আঁতুড় হিসাবে এতদিন বিশ্বে পরিচিত হয়ে গেছে চিন। তাতে বিশ্বের বাকি দেশগুলির ওপর বেজায় খাপ্পা তারা। নিজেদের ওপর থেকে দায় ঝেড়ে ফেলতে কম চেষ্টা করেনি শি জিনপিং এর দেশ। তবে এবার করোনা সংক্রমণে দায়ী করে তাদের দিকে ধেয়ে যাওয়া তির সােজা ভারতের দিকে ঘুরিয়ে দিল চিন।
চাইনিজ একাডেমি অব সায়েন্সের বিজ্ঞানীদের দাবি, উহান নয়, ভারতের দূষিত জল থেকেই করােনা ছড়িয়েছে। মানুষ এবং প্রাণীদেহের সংক্রমণের মাধ্যমে তা দ্রুত গােটা বিশ্বে মারুণ সংক্রমণ হিসাবে উঠে এসেছে।
Advertisement
২০১৯ সালের নভেম্বরে চিনের উহানে প্রথম করােনা ভাইরাস চিহ্নিত হয়। কিন্তু চিনা বিজ্ঞানীদের দাবি, জীবাণুটির জন্ম আরও আগে। ২০১৯ সালের গ্রীষ্মে নাকি এই ভাইরাসের জন্ম ভারতে। এই দাবির স্বপক্ষে তাদের যুক্তি, প্ৰবল গ্রীষ্মে ভারত ও ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় জলকষ্ট দেখা দেয়। মানুষের সঙ্গে জলকষ্টে ভুগছিল প্রাণীরাও। সে সময় একে অন্যের সংস্পর্শে আসায় ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে।
Advertisement
Advertisement



