• facebook
  • twitter
Friday, 5 December, 2025

করোনা চিত্র, সাত হাজারের ঘরে নামল দেশের আক্রান্তর সংখ্যা

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন। ২০২০ সালের ৩০ মে মাসের পর এই প্রথম এত কম হল দৈনিক সংক্রমণ।

প্রতীকী ছবি ((Photo: SNS)

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন। ২০২০ সালের ৩০ মে মাসের পর এই প্রথম এত কম হল দৈনিক সংক্রমণ। কেরলে নিয়ন্ত্রণে আসতেই কমেছে সংক্রমণ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ২৬ হাজার ৪৮০। আক্রান্তের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যু।

Advertisement

গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছে ২৩৬ জন। এর মধ্যে কেরলেই ১৮০ জন। বাকি সব রাজ্যেই তা নিয়ন্ত্রণে। আক্রান্ত কম হওয়ায় কমছে সক্রিয় রোগীও। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ৪ হাজার ৮৫৯। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ১৩ হাজার ৫৮৪ জন।

Advertisement

কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৩ হাজার ৬৯৮। এর জেরেই দেশে কমেছে দৈনিক আক্রান্ত। বাকি রাজ্যগুলিতেও হাজারের নীচেই রয়েছে আক্রান্ত। মহারাষ্ট্র, তামিলনাড়ু পশ্চিমবঙ্গ ৫০০-র বেশি। বাকি সব রাজ্যে তা ৫০-র কম।

এদিকে গত ২৪ ঘণ্টায় এক লাফে বৃদ্ধি পেল রাজ্যের করোনা সংক্রমণ। চিন্তায় ফেলল কলকাতার দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। শহর কলকাতায় একদিনে আক্রান্ত ২২১ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।

একদিনে সেখানে ১৩৪ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিতের সংখ্যা ৭১। হাওড়া ও হুগলিতে যথাক্রমে ৫০ ও ৫৭ জন। একদিনে রাজ্যে ভাইরাসের বলি ১০ জন। কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪ জন, জলপাইগুড়িতে ২ জন।

Advertisement