ইন্ডিয়া-সপা ভাঙন রুখলেন সোনিয়া

Written by SNS February 21, 2024 4:57 pm

উত্তরপ্রদেশে জোট হচ্ছে, ঘোষণা অখিলেশের
লখনউ, ২১ ফেব্রুয়ারি– অবশেষে উত্তরপ্রদেশের জটে ইন্ডিয়া জোটের ত্রাতা হিসেবে দেখা গেল সোনিয়া গান্ধিকেই৷ সোনিয়ার মধ্যস্থতাতেই কাটল অখিলেশ-কংগ্রেস জট৷ অখিলেশ যাদব হাসিমুখে জানিয়ে দিলেন, উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট থাকছেই৷ বুধবারের মধ্যেই আসন রফা নিয়ে চূড়ান্ত ঘোষণা হয়ে যাবে বলে সূত্রের খবর৷

উত্তরপ্রদেশের ৮০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে চলা ব্যাপক টালবাহানার অবশেষে ইতি ঘটল৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেন, ‘সব ভালো যার শেষ ভালো৷ অবশ্যই আমাদের জোট থাকছে, কোনও সংঘাত নেই৷ সমস্তকিছুই কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে৷’

কংগ্রেস সূত্রে খবর, উত্তরপ্রদশের জট কাটাতে এগিয়ে এসেছেন সোনিয়া ও প্রিয়াঙ্কা৷ আসন রফা নিয়ে আলাদা করে রাহুল গান্ধি ও অখিলেশ সিংয়ের সঙ্গে কথা বলেছেন প্রিয়াঙ্কা৷ এছাড়াও উত্তরপ্রদেশের রাজ্য নেতৃত্ব যে বেশ কয়েকটি আসন নিয়ে অবাস্তব দাবি করছেন, সেই বিষয়টি নেতাদের বোঝান সোনিয়া৷ তার পরেই সম্ভবত বরফ গলেছে৷

সূত্রের খবর, শেষ পর্যন্ত ১৭-৬২ আসন ভাগাভাগিতে রাজি হওয়াতেই কংগ্রেস-সপা মনমালিন্য মিটল৷ ১৭টি আসনে লড়বে কংগ্রেস৷ বাকি ৬২টি আসনে লড়বেন সমাজবাদী পার্টির প্রার্থীরা৷ একটি আসন রাখা হবে চন্দ্রশেখর আজাদের সমাজ পার্টির জন্য৷ এছাড়াও আলাদা আলাদা আসন নিয়ে দুই দলের সংঘাত মেটার পথেই৷ জানা গিয়েছে, মোরাদাবাদের আসনটি সপাকে ছেড়ে দেবে কংগ্রেস৷ তার বদলে বারাণসীতে লড়বেন কংগ্রেস প্রার্থী৷ হাথরস ও সীতাপুরেও দুই দলের সমঝোতা হয়ে গিয়েছে বলেই সূত্রের খবর৷