• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ট্রাম্পের চাপের মুখে নতি স্বীকার করবেন মোদী, চ্যালেঞ্জ রাহুলের

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের বক্তব্যকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের বক্তব্যকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার তিনি দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে নতি স্বীকার করতে বাধ্য হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুলের বক্তব্য, ওয়াশিংটনের চাপের মুখে শেষ পর্যন্ত আগামী তিনদিনের মধ্যেই বাণিজ্য চুক্তি করতে হবে নয়াদিল্লিকে।

রাহুল বলেন, ‘পীযূষ গোয়েল বুক চাপড়ে যা খুশি দাবি করতে পারেন, কিন্তু আমার কথা মনে রাখবেন, ট্রাম্পের শুল্ক ছাড়ের সময়সীমার কাছে নতি স্বীকার করবেন মোদী।’

Advertisement

প্রসঙ্গত, শুক্রবার বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানান, ভারত কোনও সময়সীমা মেনে নয়, বরং নিজের শর্তেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তাঁর দাবি, ‘একটি মুক্ত বাণিজ্যচুক্তি তখনই হয়, যখন পারস্পরিক সুবিধা থাকে। ভারতের জাতীয় স্বার্থই আমাদের চূড়ান্ত অগ্রাধিকার।’

Advertisement

তবে এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক এবং কূটনৈতিক জল্পনা। কারণ, আগামী ৯ জুলাই শেষ হচ্ছে আমেরিকার ঘোষিত ৯০ দিনের শুল্ক ছাড়ের সময়সীমা। ওই সময়সীমা শেষে ভারতীয় পণ্যের উপর ২৬ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক কার্যকর হতে পারে। যদিও ইস্পাত এবং অ্যালুমিনিয়ামজাত পণ্যে ইতিমধ্যেই ২৫ শতাংশ বাড়তি শুল্ক কার্যকর রয়েছে।

গত এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন দেশের উপর নতুন শুল্কনীতি ঘোষণা করেন। ভারত-সহ একাধিক দেশের ক্ষেত্রে ৯০ দিনের সাময়িক ছাড় দেওয়া হলেও, ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন – এই সময়সীমা আর বাড়ানো হবে না।

এই প্রেক্ষাপটে সম্প্রতি আমেরিকায় গিয়ে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনায় অংশ নেওয়া বাণিজ্য মন্ত্রকের প্রতিনিধি দল দেশে ফিরে এসেছে। প্রতিনিধি দলে নেতৃত্বে ছিলেন বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব রাজীব আগরওয়াল। এর পরেই পীযূষ গোয়েলের মন্তব্যে কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।

বাণিজ্য মহলের একাংশ মনে করছেন, এখনও পর্যন্ত চুক্তি চূড়ান্ত না হলেও সময়সীমার আগে কোনও সমঝোতায় পৌঁছনোর চাপ ক্রমেই বাড়ছে। আবার অনেকেই মনে করছেন, ‘স্বাধীন নীতি’ বজায় রেখে চুক্তি করতে চাইছে ভারত।

উল্লেখ্য, সম্প্রতি চিনের সঙ্গে বাণিজ্যচুক্তির সফল সমাপ্তির পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তাঁর পরবর্তী লক্ষ্য ভারত। পীযূষের মন্তব্য, ‘ইউরোপীয় ইউনিয়ন, নিউজিল্যান্ড, ওমান, আমেরিকা, চিলি, অথবা পেরু, অনেক দেশের সঙ্গে চুক্তির জন্য আলোচনা চলছে।’ এই পরিস্থিতিতে ৯ জুলাইয়ের আগেই ভারত-আমেরিকা চুক্তি চূড়ান্ত হবে কি না, তা নিয়ে এখন তাকিয়ে কূটনৈতিক এবং বণিকমহল।

Advertisement