কংগ্রেসের ১৩৫তম প্রতিষ্ঠা দিবসে ‘সংবিধান রক্ষা-ভারত রক্ষা’র স্লোগান

কংগ্রেসের ১৩৫ তম প্রতিষ্ঠা দিবস দলের সভাপতি সােনিয়া গান্ধি কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণে সকালে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন।

Written by SNS New Delhi | December 29, 2019 1:44 pm

কংগ্রেসের ১৩৫ তম প্রতিষ্ঠা দিবস দলের সভাপতি সােনিয়া গান্ধি কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণে সকালে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন। (Photo: IANS)

কংগ্রেসের ১৩৫ তম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা দেশে পালিত হচ্ছে। দিল্লিতে দলের সভাপতি সােনিয়া গান্ধি কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণে সকালে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে দলের নেতা কর্মীদের অত্মত্যাগ দেশের মানুষ কখনও ভুলতে পারবেন না।

দলের টুইটারে এক বার্তায় বলেছেন, মানুষ দেশের উন্নয়নের স্বার্থে যখনই কথা বলেন, তখনই কংগ্রেস দলের ত্যাগ ও উন্নয়নে তার অবদানের কথা আসে। দেশের একতায় দলের ১৩৫ বছর, দেশের বিচার ব্যবস্থায় দলের ১৩৫ বছর, দেশের মানুষের সমানাধিকারে দলের ১৩৫ বছর, অহিংস আন্দোলনে ১৩৫ বছর এবং দেশের স্বাধীনতায় দলের ১৩৫ বছর। আমরা সেই জাতীয় কংগ্রেসের ১৩৫ বছর প্রতিষ্ঠা দিবস পালন করছি। অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমােহন সিং, মােতিলাল ভােরা, আনন্দ মােহন শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমােহন সিং ও সভাপতি সােনিয়া গান্ধি শিশুদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করেন। দলের কর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি দলের ১৩৫ তম প্রতিষ্ঠা বর্ষ হিসেবে সিএএ-র বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি ‘সংবিধান রক্ষা- ভারত রক্ষা’ বার্তা নিয়ে দেশের সকল প্রান্তে পদযাত্রার আয়ােজন করা হয়েছে।

প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি অসমে কংগ্রেসের ডাকা জনসভায় বিজেপি সরকারের জনবিরােধী সিএএ আইন নিয়ে বক্তব্য রাখবেন। অন্যদিকে দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি লখনউতে এক সভায় বক্তব্য রাখার কথা।